Ajker Patrika

১০ ডিসেম্বর রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে: বাণিজ্যমন্ত্রী

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
১০ ডিসেম্বর রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘তৃণমূলের নেতা-কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। আমরা চাই তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করে এগিয়ে যেতে। আমাদের দেশটা রক্ষা করতে হবে। দেশে রাজাকার-আলবদরের হাতে চলে যেতে দেওয়া যাবে না। তাদের হাতে ক্ষমতা গেলে দেশ ধ্বংস হয়ে যাবে। আগামী ১০ ডিসেম্বর রাজপথ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দখলে থাকবে। ওই দিন বিএনপি-জামায়াতকে রাজপথে খুঁজে পাবেন না।’ 

আজ সোমবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিনের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। 

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রোজী রহমান, আব্দুল হাকিম সরদার, সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, মো. মজনু মিয়া ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকেরা। 

বর্ধিত সভায় আগামী এক মাসের মধ্যে উপজেলার নয়টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের বিষয় আলোচনা এবং উপজেলা ছাত্রলীগ ও কৃষক লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত