Ajker Patrika

নাশকতার মামলায় যুবদল নেতা তারিক কারাগারে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ২১: ৪১
নাশকতার মামলায় যুবদল নেতা তারিক কারাগারে

বিস্ফোরক ও নাশকতার মামলায় নীলফামারীর সৈয়দপুর যুবদলের আহ্বায়ক সাবেক কাউন্সিলর তারিক আজিজকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ রোববার পুলিশ তাঁকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গতকাল শনিবার রাতে সৈয়দপুর প্লাজা থেকে তাঁকে আটক করা হয়। 

গ্রেপ্তার যুবদল নেতা সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়া এলাকার মৃত আজিজের ছেলে। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘জলঢাকা থানার একটি মামলায় গতকাল তারিক আজিজ নামে একজন গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এর চেয়ে আর বেশি কিছু আমার জানা নেই।’ 

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, জলঢাকা থানায় দায়ের করা বিস্ফোরক ও নাশকতা মামলায় তারিক আজিজ একজন এজাহারনামীয় আসামি। গতকাল ডিবি পুলিশ গ্রেপ্তার করে তাকে জলঢাকা থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে। আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত