Ajker Patrika

পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি গ্রেপ্তার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডলকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার কোমরপুর বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আব্দুস সামাদ মন্ডল ওরফে মারো সামাদ পলাশবাড়ী উপজেলা সর্বাঙ্গ ভাদুরিয়া গ্রামের আফসার মণ্ডলের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুস সামাদ মন্ডল ৮টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে স্থানীয় কোমরপুর বাজার এলাকার তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

পরে তাঁকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত