Ajker Patrika

রংপুরে ৫ নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা

রংপুর প্রতিনিধি
রংপুর পর্যটন মোটেল মিলনায়তনে ৫ নারীকে সম্মাননা। ছবি: আজকের পত্রিকা
রংপুর পর্যটন মোটেল মিলনায়তনে ৫ নারীকে সম্মাননা। ছবি: আজকের পত্রিকা

রংপুরে নিজ নিজ কর্মক্ষেত্রে সফল পাঁচ নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার রংপুর পর্যটন মোটেল মিলনায়তনে এক অনুষ্ঠানে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

সফল পাঁচ নারী হলেন অ্যাডভোকেট আনজুমান আরা শাপলা (সমাজ উন্নয়ন), হোসনে আরা বেগম (নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু), মেরিনা বেসরা (সফল জননী), ফারহানা বিনতে আলম (শিক্ষা ও চাকরি) ও মাছুমা খানম (অর্থনৈতিকভাবে সফল)। তাঁদের প্রত্যেককে ২৫ হাজার টাকার চেক, ক্রেস্ট, স্যাশ (উত্তরীয়) ও সনদপত্র দেওয়া হয়।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। স্বাগত বক্তব্য দেন মহিলাবিষয়ক অধিদপ্তর রংপুরের উপপরিচালক মোছা. সেলোয়ারা বেগম।

বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ও মহিলাবিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মনির হোসেন। এ সময় পুরস্কারপ্রাপ্তদের পক্ষ থেকে দুজন তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।

মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান বলেন, পুরুষেরা সচেতন না হলে নারীরা যতই শিক্ষিত ও ক্ষমতায়িত হন না কেন, তাঁদের কাঙ্ক্ষিত মর্যাদাটুকু পান না। সবাই সহযোগী ও সহমর্মী। সরকার নারীদের ক্ষমতায়নের জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। কিন্তু বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ হয়নি। কোনো কোনো জায়গায় এখনো ৭০ শতাংশ পর্যন্ত বাল্যবিবাহ হচ্ছে।

তিনি আরও বলেন, পড়াশোনা, কাজের ক্ষেত্রসহ কোনো জায়গায় নারীরা যেন আর বাধার শিকার না হন। এ জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। নারী ও পুরুষ যেন সমাজে সমানভাবে ভূমিকা রাখতে পারেন। আলাদা করে নারীদের যেন কোনো সম্মাননা দিতে না হয়। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত