Ajker Patrika

স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যা মামলায় সাবেক স্বামীকে গ্রেপ্তার 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ২২: ২৫
স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যা মামলায় সাবেক স্বামীকে গ্রেপ্তার 

দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যার মামলায় শফিকুল মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার ভিমলপুর গ্রামে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আটক শফিকুল মিয়া উপজেলা খয়েরবাড়ী ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের মোবারক মিয়ার ছেলে।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, শফিকুল মিয়ার স্ত্রী হোসনেয়ারা বেগমকে পাশের কিসমত লালপুর গ্রামের মনসুর আলী ধর্ম মেয়ে বানায়। সেই সুবাদে হোসনেয়ারা বেগম তাঁদের বাড়িতে যাতায়াত করতেন। সেখানে মনসুর আলীর ছেলে দুলাল মিয়ার সঙ্গে হোসনেয়ারা পরকীয়া করতেন বলে সন্দেহ করে আসছিল স্বামী শফিকুল মিয়া। এতে পারিবারিক কলহ সৃষ্টি হয়।

তখন হোসনেয়ারা বেগম শফিকুল মিয়াকে তালাক দিয়ে দুলাল মিয়ার বাড়িতে চলে যায়। এতে দুলাল মিয়ার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন শফিকুল মিয়া। এর জের ধরে গত ২৫ অক্টোবর দুলাল মিয়াকে ছুরিকাঘাত করে শফিকুল মিয়া। এ ঘটনায় দুলাল মিয়া গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ অক্টোবর মৃত্যুবরণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুলাল মিয়ার পিতা মনসুর মিয়া বাদী হয়ে ২৮ অক্টোবর ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।

পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম আরো বলেন, এ ঘটনার পর থেকে শফিকুল মিয়া বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তি ব্যবহারের করে শফিকুল মিয়ার অবস্থান নির্ণয় করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত