Ajker Patrika

রংপুর মেডিকেল কলেজে প্রথমবারের মতো এন্ডোস্কোপিক ব্রেইন টিউমার অস্ত্রোপচার

রংপুর প্রতিনিধি
রংপুর মেডিকেল কলেজে প্রথমবারের মতো এন্ডোস্কোপিক ব্রেইন টিউমার অস্ত্রোপচার

প্রথমবারের মতো এন্ডোস্কোপিক ব্রেইন টিউমারের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ছয় সদস্যের একটি চিকিৎসক দল। গত সোমবার রমেক হাসপাতালে এ অস্ত্রোপচার হয়।

অস্ত্রোপচারে নেতৃত্ব দেন রমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. তোফায়েল হোসাইন ভূঁইয়া। তাঁর সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন রমেকের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রাজকুমার রায়, সহকারী অধ্যাপক ডা. হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক ডা. শামীমা সুলতানা ও হাসপাতালের অ্যানেসথেশিওলজি বিভাগের ডা. হাসি। এ ছাড়া সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. ইসমে আজম জিকোও ছিলেন।

এ প্রসঙ্গে ডা. জিকো বলেন, ‘রমেক হাসপাতালে ৩৫ বছর বয়স্ক এক রোগী ভর্তি হন। তাঁর সমস্যা—চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। তিনি ডান চোখে দেখেন না, বাম চোখে দেখেন, কিন্তু স্বাভাবিকের চেয়ে কম। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জনেরা এমআরআই করে ওই রোগীর চোখের নার্ভের নিচে একটা টিউমার দেখতে পায়। টিউমারটি চোখের নার্ভে চাপ দেওয়ার কারণে রোগীর দৃষ্টিশক্তি কমে যাচ্ছিল। টিউমার শনাক্তের পর চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরিকল্পনা করেন।’

ডা. জিকো আরও বলেন, ‘রমেকের চিকিৎসক দল আমাকে আমার ব্যক্তিগত যন্ত্রপাতিসহ রংপুরে ডেকে নেয়। আমি তাদের সঙ্গে অপারেশনটিতে অংশ নিয়েছি। ওই রোগীর এন্ডোস্কোপিক ব্রেইন টিউমার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করার মাধ্যম একটি নতুন ইতিহাসও সৃষ্টি হলো। রোগীর অবস্থা এখন খুবই ভালো। রোগী কথা-বার্তা ও হাঁটা-চলা করতে পারছেন, খেতেও পারছেন। তাঁর অবস্থা উন্নতির দিকে।’

অস্ত্রোপচার দলের অন্যতম সদস্য রমেক হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শামীমা সুলতানা বলেন, ‘অপারেশনটি সম্পন্ন করতে পেরে আমরা খুবই খুশি। এমন একটি অপারেশন প্রথমবারের মতো রংপুরে করতে পেরেছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত