রংপুর প্রতিনিধি
রংপুরে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ জন আহত হয়েছেন। পুলিশ বলছে, ঘন কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে।
রংপুর-কুড়িগ্রাম সড়কের রংপুর নগরীর সাতমাথা চায়না হল এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে নৈশকোচ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হন। আহত হন ৩ জন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুর নগরীর সাতমাথা চায়না হল এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজির তিনজন যাত্রী মারা গেছেন। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম শাহীন (২৮)। অন্য দুজনও পুরুষ। তাঁদের বয়স ১৮ থেকে ৩০ বছর। লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস শনাক্তে চেষ্টা চলছে।’
এর আগে সকাল পৌনে ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগা ফ্লাইওভারে দক্ষিণ পাশে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ও সাতক্ষীরা থেকে আগত সাদিকা তালুকদার পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে সাতক্ষীরার কালিগঞ্জ এলাকার আসলাম খান নামের যাত্রী মারা যান। আহত হন ১০ জন।
বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আজ খুব ঘন কুয়াশা ছিল। একহাত সামনে কিছু দেখা যাচ্ছিল না। এ কারণে পীরগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুটি বাসের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০জন। এর মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িগুলো উদ্ধারে কাজ চলছে।’
সকাল ১০টার দিকে রংপুর-বদরগঞ্জ সড়কের লাহিড়ীর হাট এলাকার কেটিএল ইটভাটার কাছে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মাসুদ মিয়া (৪৫) গঙ্গাচড়া উপজেলার চাদনীপাড়া গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে।
রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিভ মাহামুদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ১০টার দিকে রংপুর-বদরগঞ্জ সড়কের লাহিড়ীরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কীভাবে, কিসের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।’
এ ছাড়াও ভোর ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলী এলাকায় ঢাকা থেকে পঞ্চগড়গামী তানজির পরিবহনের সঙ্গে ট্রাক ও ডাম্প ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোনো প্রাণহানি ঘটেনি। তবে দুজন আহত হয়েছেন।
এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘রংপুর-দিনাজপুর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে কোনো প্রাণহানি হয়নি। দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার কবলে পড়া বাস-ট্রাকগুলো উদ্ধার করা হচ্ছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘনকুয়াশার কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে।’
রংপুরে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ জন আহত হয়েছেন। পুলিশ বলছে, ঘন কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে।
রংপুর-কুড়িগ্রাম সড়কের রংপুর নগরীর সাতমাথা চায়না হল এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে নৈশকোচ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হন। আহত হন ৩ জন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুর নগরীর সাতমাথা চায়না হল এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজির তিনজন যাত্রী মারা গেছেন। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম শাহীন (২৮)। অন্য দুজনও পুরুষ। তাঁদের বয়স ১৮ থেকে ৩০ বছর। লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস শনাক্তে চেষ্টা চলছে।’
এর আগে সকাল পৌনে ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগা ফ্লাইওভারে দক্ষিণ পাশে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ও সাতক্ষীরা থেকে আগত সাদিকা তালুকদার পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে সাতক্ষীরার কালিগঞ্জ এলাকার আসলাম খান নামের যাত্রী মারা যান। আহত হন ১০ জন।
বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আজ খুব ঘন কুয়াশা ছিল। একহাত সামনে কিছু দেখা যাচ্ছিল না। এ কারণে পীরগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুটি বাসের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০জন। এর মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িগুলো উদ্ধারে কাজ চলছে।’
সকাল ১০টার দিকে রংপুর-বদরগঞ্জ সড়কের লাহিড়ীর হাট এলাকার কেটিএল ইটভাটার কাছে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মাসুদ মিয়া (৪৫) গঙ্গাচড়া উপজেলার চাদনীপাড়া গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে।
রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিভ মাহামুদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ১০টার দিকে রংপুর-বদরগঞ্জ সড়কের লাহিড়ীরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কীভাবে, কিসের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।’
এ ছাড়াও ভোর ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলী এলাকায় ঢাকা থেকে পঞ্চগড়গামী তানজির পরিবহনের সঙ্গে ট্রাক ও ডাম্প ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোনো প্রাণহানি ঘটেনি। তবে দুজন আহত হয়েছেন।
এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘রংপুর-দিনাজপুর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে কোনো প্রাণহানি হয়নি। দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার কবলে পড়া বাস-ট্রাকগুলো উদ্ধার করা হচ্ছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘনকুয়াশার কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে।’
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৭ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৭ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৭ ঘণ্টা আগে