Ajker Patrika

কাজের জন্য ঢাকায় গিয়ে লাশ হয়ে ফিরল শিশু রুবেল

গঙ্গাচড়া ও তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২২, ১৯: ৩৯
কাজের জন্য ঢাকায় গিয়ে লাশ হয়ে ফিরল শিশু রুবেল

রংপুরের গঙ্গাচড়া থেকে ঢাকায় গিয়েছিল শিশু রুবেল (১৪)। কিন্তু সপ্তাহের ব্যবধানে লাশ হয়ে ফিরতে হলো বাড়িতে। সংসারে অভাব ঘোচানোর বদলে ছেলের লাশ দেখে এখন নির্বাক হতদরিদ্র বাবা মফিজুল ইসলাম ও মা দীপা বেগম।

রুবেলের বাড়ি গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের উত্তর কিশামত গনেশ গ্রামে। তিন ভাইয়ের মধ্যে মেজো রুবেল। রুবেলের বাবা মফিজুল ইসলাম একজন দিনমজুর। মফিজুল জানান, ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে জামিল মিয়ার (৩০) গাজীপুর টঙ্গী এলাকায় মুদি দোকান রয়েছে। ১৬ জুন রুবেলকে সেই দোকানে কাজের জন্য নিয়ে যান জামিল। এরপর গত বৃহস্পতিবার (২৩ জুন) রাতে ছেলে অসুস্থ জানিয়ে তাঁকে দেখতে টঙ্গীতে যাওয়ার জন্য ফোন করেন জামিল। ফোন পেয়ে ওই দিন রাতেই টঙ্গী ছুটে যান মফিজুল। সেখানে গিয়ে ঘরের ভেতর ছেলের লাশ দেখতে পান। পরে শুক্রবার রাতে রওনা দিয়ে শনিবার (২৫ জুন) ভোরে ছেলের লাশ নিয়ে নিজ বাড়িতে ফেরেন। 

মফিজুল ইসলাম বলেন, ছেলে রুবেলের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে বাড়ি থেকে মরদেহ নিয়ে এসে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত