Ajker Patrika

বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে বিএনপি নেতা দুলুর বিরুদ্ধে মামলা

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ১৬
Thumbnail image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করার অভিযোগে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে সদর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। 

এর আগে গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে বিরুদ্ধে সদর থানায় অভিযোগটি দায়ের করেন রকিবুল হাসান খান নামের একজন আইনজীবী। 

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বাদীর অভিযোগে বলা হয়, গত ৩০ আগস্ট বিএনপির এক কর্মসূচির বক্তৃতায় এবং ৬ সেপ্টেম্বর অপর এক জনসভায় আসাদুল হাবিব দুলু বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন। একই সঙ্গে বঙ্গবন্ধুর চেয়ে ড. ইউনূসকে হাজার গুণ বেশি মানুষ চেনেন বলেও মন্তব্য করেন। যা বিএনপি মিডিয়া সেল নামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। দুলুর ওই বক্তব্য জাতির পিতার বিরুদ্ধে অসম্মানজনক ও ব্যঙ্গাত্মক প্রচারণার মাধ্যমে প্রোপাগান্ডা চালানো ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। 

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের ২১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত