খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে দিনাজপুর-৪ আসনের টানা চতুর্থবারের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী কল পাওয়ার খবরে তাঁর নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আজ বুধবার রাত ৯টার দিকে খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাট, খানসামা বাজার, রামকলা ও কাচিনীয়া হাটে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রাষ্ট্রদূত হিসেবে চাকরি থেকে অবসর নেওয়ার পরে আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন আবুল হাসান মাহমুদ আলী। পরে ২০০৮ সালের ৩১ ডিসেম্বরের নির্বাচনে নবম জাতীয় সংসদে তিনি প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। নবম জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, পরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দশম জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং একাদশ জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এই খবর দিনাজপুর-৪ আসনে ছড়িয়ে পড়লেই আওয়ামী লীগের নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় জনগণের মধ্যে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন নতুন মন্ত্রীর সমর্থকেরা।
আনন্দ মিছিল শেষে আবুল হাসান মাহমুদ আলীকে মন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খানসামা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।
নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে দিনাজপুর-৪ আসনের টানা চতুর্থবারের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী কল পাওয়ার খবরে তাঁর নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আজ বুধবার রাত ৯টার দিকে খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাট, খানসামা বাজার, রামকলা ও কাচিনীয়া হাটে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রাষ্ট্রদূত হিসেবে চাকরি থেকে অবসর নেওয়ার পরে আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন আবুল হাসান মাহমুদ আলী। পরে ২০০৮ সালের ৩১ ডিসেম্বরের নির্বাচনে নবম জাতীয় সংসদে তিনি প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। নবম জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, পরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দশম জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং একাদশ জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এই খবর দিনাজপুর-৪ আসনে ছড়িয়ে পড়লেই আওয়ামী লীগের নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় জনগণের মধ্যে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন নতুন মন্ত্রীর সমর্থকেরা।
আনন্দ মিছিল শেষে আবুল হাসান মাহমুদ আলীকে মন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খানসামা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।
মেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
৫ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
১৮ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, চরলক্ষ্যা নিমতলা এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে আলমগীর বাদশা (৪২) এবং শিকলবাহা ইউনিয়নের...
৩০ মিনিট আগে