Ajker Patrika

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড় প্রতিনিধি 
Thumbnail image
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ছবি: আজকের পত্রিকা

উত্তরের জেলা পঞ্চগড়ে টানা কয়েক দিন ধরেই তাপমাত্রার পারদ নামছে। আজ রোববার জেলাটির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এটি আজ দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা। সকাল নয়টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে সকাল ছয়টায় সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরের জেলা পঞ্চগড়ে টানা কয়েক দিন ধরেই তাপমাত্রার পারদ নামছে। ছবি: আজকের পত্রিকা
উত্তরের জেলা পঞ্চগড়ে টানা কয়েক দিন ধরেই তাপমাত্রার পারদ নামছে। ছবি: আজকের পত্রিকা

এ তথ্য নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায়। তবে তাপমাত্রা কম থাকলেও সকালেই দেখা দিয়েছে ঝলমলে রোদ।

এর আগে গতকাল শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়েই ১০ দশমিক ৩ ডিগ্রি। ঝলমলে রোদে সকাল থেকে বিকেল পর্যন্ত শীতের তেমন দুর্ভোগ ছিল না। তবে সন্ধ্যার পর থেকে শুরু হয় কনকনে শীত।

সর্বনিম্ন তাপমাত্রার দিনে পঞ্চগড়ে ঝলমলে রোদ। ছবি: আজকের পত্রিকা
সর্বনিম্ন তাপমাত্রার দিনে পঞ্চগড়ে ঝলমলে রোদ। ছবি: আজকের পত্রিকা

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, রবিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। নয়টায় এটা কমে আসে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত