দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম ফেরদৌসি বেগম (২২)। এ ঘটনায় স্বামী সাগর আহম্মেদ হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি জানান, শ্বশুরবাড়িতে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় প্রতিশোধ নিতে স্ত্রীকে হত্যা শ্বাসরোধে হত্যা করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে ঘোড়াঘাট থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম জানান, চার বছর আগে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের ফেরদৌসি বেগমের সঙ্গে সাগর আহম্মেদের বিয়ে হয়। সন্তান না হওয়াসহ নানা কারণে ফেরদৌসীকে শারীরিক নির্যাতন করতেন তাঁর স্বামী। সর্বশেষ এক মাস আগে সাগর তাঁর স্ত্রী ফেরদৌসী বেগমকে মারধর করলে ফেরদৌসি রাগ করে বাবার বাড়িতে চলে যান। কয়েক দিন পর সাগর স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে গেলে সাগরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
আব্দুল্লাহ আল মাসুম আরও জানান, শ্বশুরবাড়িতে লাঞ্ছনার প্রতিবাদে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন সাগর। গতকাল বুধবার সকালে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ধানখেতে গরুর জন্য ঘাস কাটতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে থাকা দড়ি স্ত্রীর গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত হলে সেখানে লাশ ফেলে রেখে চলে যান।
এর আগে গতকাল বুধবার দুপুরে ধানখেতে ফেরদৌসির লাশ উদ্ধার করে পুলিশ। সন্ধ্যা ৬টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ২ নং পালশা ইউনিয়নের কৃষ্ণপুর-মরিচা গ্রামের সাগর আহম্মেদকে (২৪) আটক করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার ঘটনা স্বীকার করেন। এ ঘটনায় গতকাল বুধবার রাতে নিহতের নানা শমসেস আলী বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় সাগর আহম্মেদকে গ্রেপ্তার দেখানো হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, ‘আমরা ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন এবং আসামিকে গ্রেপ্তার করতে পেরেছি। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে বিকেলে দিনাজপুরের আদালতে পাঠানো হলে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।’
দিনাজপুরের ঘোড়াঘাটে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম ফেরদৌসি বেগম (২২)। এ ঘটনায় স্বামী সাগর আহম্মেদ হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি জানান, শ্বশুরবাড়িতে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় প্রতিশোধ নিতে স্ত্রীকে হত্যা শ্বাসরোধে হত্যা করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে ঘোড়াঘাট থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম জানান, চার বছর আগে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের ফেরদৌসি বেগমের সঙ্গে সাগর আহম্মেদের বিয়ে হয়। সন্তান না হওয়াসহ নানা কারণে ফেরদৌসীকে শারীরিক নির্যাতন করতেন তাঁর স্বামী। সর্বশেষ এক মাস আগে সাগর তাঁর স্ত্রী ফেরদৌসী বেগমকে মারধর করলে ফেরদৌসি রাগ করে বাবার বাড়িতে চলে যান। কয়েক দিন পর সাগর স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে গেলে সাগরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
আব্দুল্লাহ আল মাসুম আরও জানান, শ্বশুরবাড়িতে লাঞ্ছনার প্রতিবাদে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন সাগর। গতকাল বুধবার সকালে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ধানখেতে গরুর জন্য ঘাস কাটতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে থাকা দড়ি স্ত্রীর গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত হলে সেখানে লাশ ফেলে রেখে চলে যান।
এর আগে গতকাল বুধবার দুপুরে ধানখেতে ফেরদৌসির লাশ উদ্ধার করে পুলিশ। সন্ধ্যা ৬টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ২ নং পালশা ইউনিয়নের কৃষ্ণপুর-মরিচা গ্রামের সাগর আহম্মেদকে (২৪) আটক করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার ঘটনা স্বীকার করেন। এ ঘটনায় গতকাল বুধবার রাতে নিহতের নানা শমসেস আলী বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় সাগর আহম্মেদকে গ্রেপ্তার দেখানো হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, ‘আমরা ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন এবং আসামিকে গ্রেপ্তার করতে পেরেছি। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে বিকেলে দিনাজপুরের আদালতে পাঠানো হলে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।’
রাজধানীর মিরপুরে রূপনগরে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় আগুনের ঘটনার তৃতীয় দিনেও গুদাম থেকে ধোঁয়া উড়ছে। তবে আগামীকাল শুক্রবারের মধ্যে ধোঁয়া কমে আসবে বলে আশা করছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশনের (বিসিআইসি) বিশেষজ্ঞ দলের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভা
১৫ মিনিট আগেসাদা পাথর লুটের মামলার অন্যতম আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আলফু মিয়া ও তাঁর ছেলে সিলেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সিলেটের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতনামা তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের বয়স আনুমানিক ৩৪, ৪০ ও ৬০ বছর।
১ ঘণ্টা আগেসিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের ঘোষণার দুদিন পরই সিলেট রেলওয়ে স্টেশন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এই অভিযান শুরু হয়। অভিযানে রেলস্টেশনের সামনে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী
৩ ঘণ্টা আগে