Ajker Patrika

রংপুরে রোগীবাহী হেলিকপ্টারের ধানখেতে জরুরি অবতরণ

রংপুর প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০: ৩৫
রংপুরে রোগীবাহী হেলিকপ্টারের ধানখেতে জরুরি অবতরণ

লালমনিরহাট থেকে ঢাকা যাওয়ার পথে রংপুরে ধানখেতে হঠাৎ হেলিকপ্টার অবতরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পীরগাছার কান্দিরহাটর ইউনিয়নের পশ্চিম দাদন গ্রামে একটি বিলের পাশে ধানখেতে হেলিকপ্টার অবতরণ করে। এরপর সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ঢাকার উদ্দেশ্যে উড়াল দেন। 

স্থানীয়রা ও পুলিশ বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করছিল। সেখানে ধানখেতে হওয়ায় প্রায় ১০ মিনিট অবস্থান করে ঢাকার উদ্দেশে উড়াল দেয়। এ সময় উৎসুক জনতা হেলিকপ্টার দেখেতে ধানক্ষেতের আশপাশে জড়ো হন। 

রংপুরে রোগীবাহী হেলিকপ্টারের ধানক্ষেতে জরুরি অবতরণ। ছবি: সংগৃহীতখোঁজ নিয়ে জানা গেছে, ধানক্ষেত থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটি দ্বিতীয় দফায় গাইবান্ধার সাদুল্যাপুরের একটি ইটভাটায় জরুরি অবতরণ করেন। এ সময় সেখানেও উৎসুক জনতা জড়ো হয় হেলিকপ্টারটি দেখতে। 

পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে রোগীবাহী হেলিকপ্টারটি কান্দিরহাট এলাকায় জরুরি অবতরণ করে। কয়েক মিনিট অবস্থানের পর সেটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। জেনেছি, হেলিকপ্টারটি লালমনিরহাট থেকে রোগী নিয়ে ঢাকায় যাচ্ছিল। তারা স্বাভাবিক ল্যান্ডিং করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত