Ajker Patrika

রংপুরে বিএনপির সংঘর্ষে কর্মী নিহত, বহিষ্কারের পর ৮ নেতার বিরুদ্ধে মানহানি মামলা

রংপুর প্রতিনিধি
রংপুর সিনিয়র জুডিশিয়াল আমলি বদরগঞ্জ আদালতে মামলার পর কথা বলেন বাদীপক্ষের আইনজীবী। ছবি: আজকের পত্রিকা
রংপুর সিনিয়র জুডিশিয়াল আমলি বদরগঞ্জ আদালতে মামলার পর কথা বলেন বাদীপক্ষের আইনজীবী। ছবি: আজকের পত্রিকা

রংপুরের বদরগঞ্জে একটি দোকান নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক কর্মী নিহতের ঘটনায় দলের ৮ নেতাকে বহিষ্কারের পর এবার তাঁদের বিরুদ্ধে মানহানি মামলা হয়েছে। আজ বুধবার বিকেলে রংপুর সিনিয়র জুডিশিয়াল আমলি বদরগঞ্জ আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলার বাদী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিটের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা শফি কামাল।

মামলার আসামিরা হলেন—সদ্য বহিষ্কৃত রংপুর জেলা ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার, বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল হক মানিক, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমন সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক, উপজেলার মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামছুল হক এবং বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কিবরিয়া। এ ছাড়া এ মামলায় অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, বদরগঞ্জ পৌর শহরে জাহিদুল নামের এক ব্যক্তির দোকানকে কেন্দ্র করে আসামিরা সংঘর্ষ সৃষ্টি করেন। সংঘর্ষে আহত লাভলু সরকার নামের একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আসামিরা নিজেদের মধ্যে ব্যক্তিস্বার্থে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলহ ও বিবাদে জড়িত। তাঁরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির দলীয় সুনাম ক্ষুণ্ন করে মানহানিকর অপরাধ করেছেন। বিএনপির দলীয় পরিচয় ব্যবহার করে বাংলাদেশের জনপ্রিয় ও সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে আসামিরা মানহানিকর অপরাধ করেছেন।

মামলার বাদী বিএনপি নেতা অ্যাডভোকেট শফি কামাল বলেন, একটি দোকানকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মামলা করা হয়েছে। এতে বহিষ্কৃত আট নেতাসহ অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাঁদের বিরুদ্ধে ৫০০ ধারায় মানহানির অভিযোগ আনা হয়েছে।

আদালতে উপস্থিত জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকু বলেন, জমি দখল, দোকান দখলসহ অন্য কোনো অপরাধে জড়িত থাকলে তাঁদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। তাঁদের দল থেকে বহিষ্কার এবং তাঁদের বিরুদ্ধে মামলা করব। এ মামলার মাধ্যমে নজির স্থাপন করা হলো।

এর আগে গত শনিবার বদরগঞ্জে একটি দোকান নিয়ে মালিক ও ভাড়াটের দ্বন্দ্বের জেরে তাঁদের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়ান জেলা ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিকের অনুসারীরা। রক্তক্ষয়ী এ সংঘর্ষে নিহত হন বিএনপি কর্মী লাভলু সরকার। এ ছাড়া সংঘর্ষে দুই পক্ষের আরও ১৫ জন আহত হন। এ ঘটনায় ৮ নেতাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত