Ajker Patrika

লালমনিরহাটে হত্যা মামলায় যুবকের আমৃত্যু কারাদণ্ড

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ২২: ৩৯
লালমনিরহাটে হত্যা মামলায় যুবকের আমৃত্যু কারাদণ্ড

লালমনিরহাটে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে যুবককে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম এরশাদ হোসেন (৩০)। তিনি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট বুনকা গ্রামের নুরজামারের ছেলে। 

রায়ের বিষয়টি নিশ্চিত জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আদালত। এ রায়ে মামলার বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।’ 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৬ অক্টোবর সদর উপজেলার বুমকা গ্রামে পূর্বশত্রুতার জেরে এরশাদ আলী তাঁর চাচাতো ভাই হাবিবুর রহমানকে ধরলা নদীর পাড়ে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করেন। পরে এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা করেন নিহতের পরিবার। 

দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালতের বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন। তবে আসামির এ যাবজ্জীবন কারাদণ্ডাদেশ আমৃত্যু হিসেবে বিবেচিত হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত