Ajker Patrika

শুধু জিতলেই হবে না, ব্যাপক ব্যবধানে জিততে হবে: বাণিজ্যমন্ত্রী

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ২২: ৫১
শুধু জিতলেই হবে না, ব্যাপক ব্যবধানে জিততে হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘শুধু জিতলেই হবে না। ব্যাপক ভোটের ব্যবধানে জিততে হবে। গত নির্বাচনে দুই লাখ ভোট পেয়ে নৌকা জিতেছিল। আগামী ৭ তারিখের নির্বাচনে তার চেয়েও বেশি ভোট পেয়ে নৌকাকে বিজয়ী করতে হবে।’ 

আজ বৃহস্পতিবার দুপুরে বাণিজ্যমন্ত্রী নিজ নির্বাচনী এলাকা রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের পীরগাছা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যেদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হলরুমে সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী সরকার। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সদস্য মোখলেছুর রহমান পলাশের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত