Ajker Patrika

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ব্যক্তির লাশ দাফন, চেয়ারম্যানের বিচার দাবিতে বিক্ষোভ

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ২৩: ২৬
লাভলু মিয়া । ছবি: সংগৃহীত
লাভলু মিয়া । ছবি: সংগৃহীত

রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত লাভলু মিয়ার (৫০) লাশ দাফন করা হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মধুপুর ইউনিয়নের রাজরামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

এদিকে আজ লাভলু মিয়ার লাশ দাফনের পর সন্ধ্যায় হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ এনে বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মানিক, তাঁর ছেলে তমালসহ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একটি অংশ।

আজ রোববার সন্ধ্যার পর মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক এবং বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, ওই হত্যার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পানছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করলেন ক্ষুব্ধ গ্রাহকেরা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, ব্যাখ্যা দিল হাসপাতাল কর্তৃপক্ষ

‘ক্ষমা না চাইলে এনসিপিকে ফেনীতে ঢুকতে দেওয়া হবে না’

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

ইতিহাসে প্রথম আপিল বিভাগে চেম্বার আদালত বেড়ে দুটি হলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত