Ajker Patrika

শ্যালিকার বিরুদ্ধে দুলাভাইকে খুনের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লালমনিরহাটের কালীগঞ্জে এক তরুণীর বিরুদ্ধে তাঁর দুলাভাইকে খুন করার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম দুলু মিয়া (৩৫)। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ভোটমারী হাজরানিয়া সদরপাড়া এলাকায় দুলু মিয়ার বাড়িতে কাপড় কাটার কাঁচি দিয়ে তাঁকে আঘাত করেন শ্যালিকা চাঁদনী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুলু মিয়া বুধবার সন্ধ্যায় বাড়ি গিয়ে দেখেন তাঁর স্ত্রী মণি বেগম মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছেন। দুলু মিয়াকে দেখামাত্র মোবাইল ফোন থেকে নম্বর ডিলিট করেন স্ত্রী মণি বেগম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিতর্ক শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে শ্যালিকা চাঁদনী তাঁর হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে দুলাভাই দুলু মিয়ার গলায় আঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই পালিয়ে যায় চাঁদনী।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, পাশাপাশি অভিযুক্ত চাঁদনীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

হাদিকে গুলি: মৌলভীবাজার সীমান্তে বিজিবির একাধিক বিশেষ চেকপোস্ট স্থাপন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ