Ajker Patrika

চেয়ারম্যানের হাতে ভূমি কর্মকর্তা লাঞ্ছিতের অভিযোগ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
চেয়ারম্যানের হাতে ভূমি কর্মকর্তা লাঞ্ছিতের অভিযোগ

রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মতিনের বিরুদ্ধে এক ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

বড় হযরতপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম এ অভিযোগ এনে আজ শুক্রবার মিঠাপুকুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

সাইফুল ইসলাম জানান, একটি খারিজ আবেদন বাতিল হয়ে যাওয়ায় চেয়ারম্যান আব্দুল মতিন গতকাল বৃহস্পতিবার বিকেল ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়ে তাঁকে লাঞ্ছিত করেন। 

এই ভূমি কর্মকর্তা বলেন, ‘খারিজ আবেদন বাতিল হওয়ার জন্য চেয়ারম্যান আমাকে দায়ী করেন। বিষয়টি নিয়ে মোবাইল ফোনে কথা বলার একপর্যায়ে চেয়ারম্যান আব্দুল মতিন ভূমি কার্যালয়ে এসে আমার ওপর চড়াও হন।’ ঘটনার পর চেয়ারম্যান তাঁর কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে জানান তিনি। 

অভিযোগের বিষয় অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া বলেন, ‘মারপিটের কোনো ঘটনা ঘটেনি। সাইফুলের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন বলেন, সাইফুল ইসলাম গত বৃহস্পতিবার  রাত সাড়ে ১০টায় ঘটনাটি আমাকে জানান। বিষয়টি সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে। 

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে থানায় জিডি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত