Ajker Patrika

চর রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি 
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৪: ০২
হুমায়ন কবির ছক্কু। ছবি: সংগৃহীত
হুমায়ন কবির ছক্কু। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার কোদালকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ন কবির ছক্কুকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাঁকে আটক করা হয়।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। ওসি আরও বলেন, হুমায়ন কবির ছক্কুকে আটক করে থানায় নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

হুমায়ন কবির ছক্কু উপজেলার কোদালকাটি ইউনিয়নের চরসাজাই মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত