Ajker Patrika

কুড়িগ্রামে আ. লীগ নেতা হত্যা: রিমান্ড শেষে ছাত্রলীগের ২ নেতা কারাগারে

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে আ. লীগ নেতা হত্যা: রিমান্ড শেষে ছাত্রলীগের ২ নেতা কারাগারে

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা সোহান হত্যা মামলায় ছাত্রলীগ নেতা (বহিষ্কৃত) রেজভি কবির চৌধুরী বিন্দু ও ঝিনুক মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সদর আমলি আদালত) ম্যাজিস্ট্রেট মো. মজনু মিয়া এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১০ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তার আবেদনে অভিযুক্ত ছাত্রলীগের নেতাদের তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। রিমান্ড শেষে আজ (মঙ্গলবার) তাদের আদালতে হাজির করা হলে তদন্তকারী কর্মকর্তা ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের আবেদন জানাননি। শুনানি শেষে বিচারক আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা চন্দন কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘জিজ্ঞাসাবাদে শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠান। ঘটনায় জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জ বাজার এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়াকে কেন্দ্র করে পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে মারধর করেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু ও তার অনুসারীরা।

এ সময় গুরুতর আহত সোহানকে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি ঝিনুকসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

অপর আসামিরা হলেন–ছাত্রলীগ কর্মী রায়হান কবির স্বাধীন ও শহিদুল ইসলাম সৌরভ। প্রধান আসামি বিন্দু ও ঝিনুককে ঘটনার দিন সন্ধ্যার পর গ্রেপ্তার করে পুলিশ। অপর দুই আসামি এখনো পলাতক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত