Ajker Patrika

মোটরসাইকেল দুর্ঘটনায় বড়পুকুরিয়া কয়লাখনির ডিজিএম নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৩: ৫৯
মোটরসাইকেল দুর্ঘটনায় বড়পুকুরিয়া কয়লাখনির ডিজিএম নিহত

দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ইলেকট্রো মেকানিক্যাল প্রকৌশল) জোবায়ের আলী (৫৬) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ফুলবাড়ী-রংপুর সড়কের নাগেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাটে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মাসুদুর রহমান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিজিএম জোবায়ের হোসেন রংপুরের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কয়লাখনিতে আসছিলেন। সকাল সাড়ে ৮টায় রংপুর-ফুলবাড়ী সড়কের বদরগঞ্জ উপজেলার নাগেরহাট নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই জোবায়ের হোসেনের মৃত্যু হয়। লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে ডিজিএম জোবায়ের হোসেনের মৃত্যুতে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম সরকার ও অফিসার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি’

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে বিব্রত ফারুকী, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত