Ajker Patrika

হরিপুরে এসএসসিতে অকৃতকার্য ২ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
Thumbnail image

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য দুই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে কামারপুকুর গ্রাম থেকে মিতু আক্তার (১৫) এবং আজ সোমবার সকালে আমগাঁও ইউনিয়নের লুকানী গ্রাম থেকে তাপস চন্দ্রের (১৫) লাশ উদ্ধার করা হয়।

তাপসের পরিবারের লোকজন জানায়, গতকাল রোববার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তাপস ইন্টারনেটে ফল দেখে হতাশ হয়ে পড়ে। রাতের খাবার খেয়ে সে নিজের কক্ষে চলে যায়। আজ সকালে ডাকাডাকির পরও না ওঠায় দরজা ভেঙে পরিবারের লোকজন তাপসের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

তাপসের বাবা অমীন্দ্র চন্দ্র বলেন, ঘরের আড়ার সঙ্গে তার মায়ের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। সে স্থানীয় যাদুরাণী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল।

এদিকে মিতুর বাবা মুসা আলী বলেন, মিতু এবার কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়। তাতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। গতকাল রোববার দুপরে ঘরের দরজা বন্ধ করে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

এ বিষয়ে জানতে চাইলে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ দুজনের বাড়ি পরিদর্শন করে। এ ব্যাপারে পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত