Ajker Patrika

নীলফামারীতে ১৪ জন বিচারক করোনায় আক্রান্ত

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৪: ৫৪
নীলফামারীতে ১৪ জন বিচারক করোনায় আক্রান্ত

নীলফামারী জেলা আদালতের ১৩ জন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার সদর উপজেলা হাসপাতালের করোনার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কেন্দ্রে তাদের নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির। 

সিভিল সার্জন অফিসের সূত্রমতে, করোনা পজিটিভ আসায় বিচারকগণ নিজ নিজ বাসভবনে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সবাই সুস্থ আছেন। 

করোনায় আক্রান্ত বিচারকদের মধ্যে রয়েছেন জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম, নারী ও শিশু ট্রাইব্যুনাল-১-এর জেলা বিচারক মনছুর আলম, নারী ও শিশু ট্রাইব্যুনাল-২-এর জেলা বিচারক মাহবুবুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ মাহমুদ হাসান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক খন্দকার এ টি এম তোফায়েল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজুল ইসলাম, সহকারী জজ সোহাগ আলী, জয় কিশোর নাগ, মাহবুবুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহাদেব চন্দ্র রায়, শাহীন কবির ও মেহেদী হাসান। 

এর আগে গত শনিবার (২২ জানুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান করোনা আক্রান্ত হন। এ নিয়ে নীলফামারীতে ১৪ জন বিচারক করোনায় আক্রান্ত হলেন। 

এ ছাড়া রোববার (২৩ জানুয়ারি) নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই দিন সকালে নীলফামারীতে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রথম ও দ্বিতীয়বার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাঁর করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর থেকে সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন তিনি। তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসভবনে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর জেলা পুলিশ সুপার সিদ্দিকী তানজিলুর রহমান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত