Ajker Patrika

ঢলে ভেসে আসা গাছের গুঁড়ি ধরতে গিয়ে নিখোঁজ ধান ব্যবসায়ী

কুড়িগ্রাম প্রতিনিধি
স্থানীয়‌দের সঙ্গে ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছে নি‌খোঁজ ব‌্যক্তির সন্ধা‌নে অভিযান শুরু ক‌রে। ছবি: আজকের পত্রিকা
স্থানীয়‌দের সঙ্গে ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছে নি‌খোঁজ ব‌্যক্তির সন্ধা‌নে অভিযান শুরু ক‌রে। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে ঢলে ভে‌সে আসা গা‌ছের গুঁড়ি সংগ্রহ কর‌তে গি‌য়ে দুধকুমার ন‌দে এক ধান ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। আজ সোমবার (৬ অক্টোবর) সকা‌লে ইউনিয়‌নের খেলার‌ ভিটা এলাকায় এ ঘটনা ঘ‌টে। খবর পে‌য়ে স্থানীয়‌দের সঙ্গে ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছে নি‌খোঁজ ব‌্যক্তির সন্ধা‌নে অভিযান শুরু ক‌রে।

না‌গেশ্বরী থানার ডিউটি অফিসার মে‌হেরু‌ন্নেসা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নি‌খোঁজ ব্যবসায়ীর নাম মনসুর আলী (৪৫)। তি‌নি বেরুবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ইউনিয়নের খামার নকুলা এলাকার বা‌সিন্দা এবং ওই এলাকার আমজাদ হো‌সেনের ছে‌লে।

স্থানীয়‌দের সঙ্গে ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছে নি‌খোঁজ ব‌্যক্তির সন্ধা‌নে অভিযান শুরু ক‌রে। ছবি: আজকের পত্রিকা
স্থানীয়‌দের সঙ্গে ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছে নি‌খোঁজ ব‌্যক্তির সন্ধা‌নে অভিযান শুরু ক‌রে। ছবি: আজকের পত্রিকা

স্থানীয়রা জানান, গতকাল রোববার দুপুর থে‌কে উজা‌নের ঢ‌লে দুধকুমার ন‌দে শত শত গা‌ছের গুঁড়ি ভে‌সে আসতে শুরু ক‌রে। ন‌দের তী‌রের লোকজন বি‌ভিন্নভা‌বে সেগু‌লো সংগ্রহ করতে থা‌কে। আজ সকা‌লে অন‌্যদের ম‌তো মনসু‌রও গা‌ছের গুঁড়ি সংগ্রহ কর‌তে শুরু ক‌রেন। এ সময় হঠাৎ তি‌নি ন‌দের পা‌নিতে নি‌খোঁজ হন। স্থানীয়‌দের সঙ্গে ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছে তাঁর খোঁজ শুরু কর‌লেও আজ বেলা ১টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

না‌গেশ্বরী থানার ডিউটি অফিসার মে‌হেরু‌ন্নেসা ব‌লেন, নি‌খোঁজ ব‌্য‌ক্তির সন্ধা‌নে ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা কাজ কর‌ছেন। ত‌বে দুপুর পর্যন্ত তাঁর সন্ধান মে‌লে‌নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জুলাই যোদ্ধাকে’ জুলাই ফাউন্ডেশনে পাইপ দিয়ে মারধর, ১৩ জনের বিরুদ্ধে মামলা

ভারতের হারে বাংলাদেশের বিদায়, হামজার হতাশা

এবার দলগুলো পেল চূড়ান্ত জুলাই সনদ ও স্বাক্ষরের আমন্ত্রণপত্র

সেনা কর্মকর্তাদের জন্য ‘সাবজেল’ ঘোষণার যৌক্তিকতা কী, টিআইবির প্রশ্ন

ভাবিকে হত্যার ১০ বছর পরে ভাতিজিকে পিটিয়ে হত্যা করলেন হাবিল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত