Ajker Patrika

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে শহর এড়িয়ে জামায়াতের মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৪৭
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে শহর এড়িয়ে জামায়াতের মিছিল

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দলীয় আমিরসহ আটক দলীয় নেতা-কর্মী ও আলেম-ওলামাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রাম জেলা জামায়াত। আজ সোমবার সকালে জেলা সদরের ধরলা নদীর পূর্ব প্রান্তে ভোগডাঙা মডেল কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়ক ধরে কুমরপুর বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার ফজরের নামাজের পর থেকে ভোগডাঙা বাজার প্রাঙ্গণে জামায়াতের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। মিছিলে কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দলীয় আমিরসহ আটক নেতা-কর্মী ও আলেম-উলামাদের মুক্তি এবং সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন দলের নেতা-কর্মীরা।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সিরাজুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান, ফুলবাড়ী উপজেলা আমির মাওলানা আব্দুল মালেক, ভূরুঙ্গামারী উপজেলা আমির আনোয়ারুল ইসলাম, জেলা শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনে আমরা বিক্ষোভ মিছিল করেছি। নেতা-কর্মীদের উজ্জীবিত করতে শহরের বাইরে মিছিল করা হয়েছে। ভবিষ্যতে শহরকেন্দ্রিক কর্মসূচি পালন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত