কুড়িগ্রাম প্রতিনিধি
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দলীয় আমিরসহ আটক দলীয় নেতা-কর্মী ও আলেম-ওলামাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রাম জেলা জামায়াত। আজ সোমবার সকালে জেলা সদরের ধরলা নদীর পূর্ব প্রান্তে ভোগডাঙা মডেল কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়ক ধরে কুমরপুর বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার ফজরের নামাজের পর থেকে ভোগডাঙা বাজার প্রাঙ্গণে জামায়াতের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। মিছিলে কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দলীয় আমিরসহ আটক নেতা-কর্মী ও আলেম-উলামাদের মুক্তি এবং সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন দলের নেতা-কর্মীরা।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সিরাজুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান, ফুলবাড়ী উপজেলা আমির মাওলানা আব্দুল মালেক, ভূরুঙ্গামারী উপজেলা আমির আনোয়ারুল ইসলাম, জেলা শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনে আমরা বিক্ষোভ মিছিল করেছি। নেতা-কর্মীদের উজ্জীবিত করতে শহরের বাইরে মিছিল করা হয়েছে। ভবিষ্যতে শহরকেন্দ্রিক কর্মসূচি পালন করা হবে।’
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দলীয় আমিরসহ আটক দলীয় নেতা-কর্মী ও আলেম-ওলামাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রাম জেলা জামায়াত। আজ সোমবার সকালে জেলা সদরের ধরলা নদীর পূর্ব প্রান্তে ভোগডাঙা মডেল কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়ক ধরে কুমরপুর বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার ফজরের নামাজের পর থেকে ভোগডাঙা বাজার প্রাঙ্গণে জামায়াতের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। মিছিলে কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দলীয় আমিরসহ আটক নেতা-কর্মী ও আলেম-উলামাদের মুক্তি এবং সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন দলের নেতা-কর্মীরা।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সিরাজুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান, ফুলবাড়ী উপজেলা আমির মাওলানা আব্দুল মালেক, ভূরুঙ্গামারী উপজেলা আমির আনোয়ারুল ইসলাম, জেলা শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনে আমরা বিক্ষোভ মিছিল করেছি। নেতা-কর্মীদের উজ্জীবিত করতে শহরের বাইরে মিছিল করা হয়েছে। ভবিষ্যতে শহরকেন্দ্রিক কর্মসূচি পালন করা হবে।’
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছে।
১০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা কমিটির আহ্বায়ক মো. সাকিব ও সদস্যসচিব মো. ইয়াছিন এ দুই কমিটির অনুমোদন দেন।
১৮ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে দুই শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে মায়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেনারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেলা জাতীয় পার্টির সহসভাপতি। মাকসুদ হোসেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। আজ বুধবার বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন
৩৭ মিনিট আগে