সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
আওয়ামী লীগ সরকার মানুষের ব্যয় বাড়াতে পারে কিন্তু আয় বাড়াতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।
গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর ইউনিয়ন পরিষদ মাঠে ওই ইউনিয়নের দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্য শামীম হায়দার বলেন, ‘এই সরকার মানুষের ব্যয় বাড়াতে পারে কিন্তু আয় বাড়াতে পারছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়তে বাড়তে মানুষের নাভিশ্বাস উঠেছে।’
বাজারেরে চিত্র তুলে ধরে সংসদ সদস্য বলেন, ‘গত ৬ মাসের ব্যবধানে কেজি প্রতি চিনিতে দাম বেড়েছে ৩০ টাকা, ১৮ টাকা মূল্যের কাপড় কাঁচা সাবান এখন ৩০ টাকা, ৪০ টাকা মূল্যের ৩০০ গ্রাম ওজনের পাউরুটি এখন ৬০ টাকা, ১৩০ টাকা কেজি মূল্যের বয়লার মুরগির দাম বেড়ে এখন ২৬০ টাকায় উঠেছে। আরও দাম বাড়ছে, কোনো নিয়ন্ত্রণ নেই। সে কারণে এ মুহূর্তে দেশে জাতীয় পার্টির দরকার।’
সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মো. মতিয়ার রহমান ডাকুয়া।
সম্মেলনে আরও বক্তব্য দেন—সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্যসচিব সারোয়ার হোসেন শাহীন, উপজেলা সহসভাপতি মো. আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মণ্ডল, যুগ্ম সম্পাদক মো. কওছর আযম হান্নু, সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলন, জেলা জাপা নেতা হাসান কবির তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. সরওয়ার হোসেন বাবু, যুবসংহতির সভাপতি মো. সাইদুর রহমান ও ছাত্রসমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী শ্রীপুর ইউনিয়নের কমিটির আংশিক নাম ঘোষণা করেন তিনি।
এতে মো. মতিয়ার রহমান ডাকুয়া সভাপতি, মো. আব্দুর রাজ্জাক মিয়া সাধারণ সম্পাদক ও মো. রেজাউল করিম মুক্তিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
আওয়ামী লীগ সরকার মানুষের ব্যয় বাড়াতে পারে কিন্তু আয় বাড়াতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।
গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর ইউনিয়ন পরিষদ মাঠে ওই ইউনিয়নের দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্য শামীম হায়দার বলেন, ‘এই সরকার মানুষের ব্যয় বাড়াতে পারে কিন্তু আয় বাড়াতে পারছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়তে বাড়তে মানুষের নাভিশ্বাস উঠেছে।’
বাজারেরে চিত্র তুলে ধরে সংসদ সদস্য বলেন, ‘গত ৬ মাসের ব্যবধানে কেজি প্রতি চিনিতে দাম বেড়েছে ৩০ টাকা, ১৮ টাকা মূল্যের কাপড় কাঁচা সাবান এখন ৩০ টাকা, ৪০ টাকা মূল্যের ৩০০ গ্রাম ওজনের পাউরুটি এখন ৬০ টাকা, ১৩০ টাকা কেজি মূল্যের বয়লার মুরগির দাম বেড়ে এখন ২৬০ টাকায় উঠেছে। আরও দাম বাড়ছে, কোনো নিয়ন্ত্রণ নেই। সে কারণে এ মুহূর্তে দেশে জাতীয় পার্টির দরকার।’
সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মো. মতিয়ার রহমান ডাকুয়া।
সম্মেলনে আরও বক্তব্য দেন—সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্যসচিব সারোয়ার হোসেন শাহীন, উপজেলা সহসভাপতি মো. আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মণ্ডল, যুগ্ম সম্পাদক মো. কওছর আযম হান্নু, সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলন, জেলা জাপা নেতা হাসান কবির তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. সরওয়ার হোসেন বাবু, যুবসংহতির সভাপতি মো. সাইদুর রহমান ও ছাত্রসমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী শ্রীপুর ইউনিয়নের কমিটির আংশিক নাম ঘোষণা করেন তিনি।
এতে মো. মতিয়ার রহমান ডাকুয়া সভাপতি, মো. আব্দুর রাজ্জাক মিয়া সাধারণ সম্পাদক ও মো. রেজাউল করিম মুক্তিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান ওরফে মামুন হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে ১৮ মার্চ ধার্য করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই নতুন তারিখ ধার্য করেন।
৬ মিনিট আগেঝিনাইদহ সদর উপজেলার মাথুরাপুর আদর্শ এতিমখানায় ইফতারে বেঁচে যাওয়া দুই টুকরো কমলা খাওয়ায় মোহাম্মদ সাগর (১৬) নামের এক শিক্ষার্থীকে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করেছেন সহকারী শিক্ষক ইমরান হাওলাদার।
১২ মিনিট আগেবরিশাল সিটি করপোরেশনের হাট-বাজার ইজারা নিয়ে আজ বুধবার দিনভর নগর ভবনে হট্টগোল হয়েছে। মারধরের শিকার হয়েছে এক যুবক। নগরের ১৫টি হাট-বাজার, ২টি বাসস্ট্যান্ড, ৩টি পাবলিক টয়লেট এবং ১টি জবাইখানার ইজারার শিডিউল জমা দেওয়ার শেষ দিন ছিল আজ।
২৮ মিনিট আগেজননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৭৮টি মামলায় বিভিন্ন অপরাধে জড়িত ১৮১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে চেকপোস্ট ও টহল কার্যক্রমের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।
৩৯ মিনিট আগে