Ajker Patrika

কাউনিয়ায় মহাসড়কে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন লাশ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়ায় মহাসড়কে পড়ে ছিল ছিন্ন-বিচ্ছিন্ন লাশ। ছবি: আজকের পত্রিকা
কাউনিয়ায় মহাসড়কে পড়ে ছিল ছিন্ন-বিচ্ছিন্ন লাশ। ছবি: আজকের পত্রিকা

রংপুরের কাউনিয়ায় মহাসড়কে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৪০) ছিন্ন-বিচ্ছিন্ন লাশ। আজ শনিবার সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বিজলের ঘুণ্টি এলাকায় রংপুর-কুড়িগ্ৰাম মহাসড়ক থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শরিফ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ শনিবার সকালে রংপুর-কুড়িগ্ৰাম মহাসড়কে অজ্ঞাতপরিচয় এক যুবকের ছিন্ন-বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত যুবকের শরীর ছিন্ন-বিচ্ছিন্নসহ আঙুলের ছাপ অস্পষ্ট হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সিআইডির ক্রাইম সিন আলামত সংগ্রহ করেছে।

ওসি আরও বলেন, স্থানীয় লোকজনের ভাষ্যমতে নিহত যুবক পাগল ছিলেন। ভোরে রংপুর-কুড়িগ্ৰাম মহাসড়ক পারাপার হওয়ার সময় গাড়িচাপায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। পরে তাঁর লাশের ওপর দিয়ে বেশ কয়েকটি গাড়ি যাওয়ায় শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত