ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে রাস্তা সংস্কারের কাজ করার সময় প্রচণ্ড দাবদাহে অসুস্থ হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই নারীর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক। আজ সোমবার উপজেলার বকুয়া ইউনিয়নের সিংহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ওই নারী শ্রমিকের নাম লতিফা বেগম (৪০)। তিনি উপজেলার নারগুন গ্রামের মৃত মোকসেদুলের স্ত্রী।
জনপ্রতিনিধি ও স্থানীয়রা বলছেন, ৪০ দিনের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজ পান লতিফার দেবর ইলিয়াস। আজ সকালে দেবরের পরিবর্তে শ্রমিক হিসেবে অন্য শ্রমিকের সঙ্গে কাজে যোগ দেন তিনি। মাটি কাটার কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লতিফা। পরে অন্য শ্রমিকেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে বকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারী শ্রমিক কাজ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কিছুদিন আগে এই নারীর স্বামী হার্ট অ্যাটাকে মারা যান।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামীমুজ্জামান বলেন, ‘ধারণা করছি, অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের কারণে ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। হিট স্ট্রোক থেকে বাঁচতে হলে রোদের পিক টাইমগুলো এড়িয়ে চলতে হবে।’
এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ বলেন, ‘নারী শ্রমিক লতিফা বেগমের সুরতহাল রিপোর্টের পর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। নিহতের স্বজনদের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ঠাকুরগাঁওয়ের হরিপুরে রাস্তা সংস্কারের কাজ করার সময় প্রচণ্ড দাবদাহে অসুস্থ হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই নারীর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক। আজ সোমবার উপজেলার বকুয়া ইউনিয়নের সিংহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ওই নারী শ্রমিকের নাম লতিফা বেগম (৪০)। তিনি উপজেলার নারগুন গ্রামের মৃত মোকসেদুলের স্ত্রী।
জনপ্রতিনিধি ও স্থানীয়রা বলছেন, ৪০ দিনের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজ পান লতিফার দেবর ইলিয়াস। আজ সকালে দেবরের পরিবর্তে শ্রমিক হিসেবে অন্য শ্রমিকের সঙ্গে কাজে যোগ দেন তিনি। মাটি কাটার কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লতিফা। পরে অন্য শ্রমিকেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে বকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারী শ্রমিক কাজ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কিছুদিন আগে এই নারীর স্বামী হার্ট অ্যাটাকে মারা যান।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামীমুজ্জামান বলেন, ‘ধারণা করছি, অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের কারণে ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। হিট স্ট্রোক থেকে বাঁচতে হলে রোদের পিক টাইমগুলো এড়িয়ে চলতে হবে।’
এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ বলেন, ‘নারী শ্রমিক লতিফা বেগমের সুরতহাল রিপোর্টের পর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। নিহতের স্বজনদের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
রাষ্ট্রীয় শোক পালন শেষে বুধবার (২৩ জুলাই) আবারও চাঁদপুর থেকে পদযাত্রা শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারই ধারাবাহিকতায় এদিন বেলা ১১টার দিকে চাঁদপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।
৪ মিনিট আগেপ্রায় নয় ঘণ্টা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ থাকা দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোনের ক্যাম্পাস থেকে বের হয়ে মেট্রোরেলের দিয়াবাড়ির ডিপোতে প্রবেশ করেছেন। এ সময়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের কড়া পাহারা ছিল। তাঁরা মেট্রো ডিপো দিয়ে ভেতরের রাস্তা দিয়ে মিরপুর বেড়িবাঁধ হয়ে বের হয়ে যাবেন
২০ মিনিট আগেমাদারগঞ্জে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেশিক্ষকসংকট, সেশনজটসহ ছয় দফা দাবিতে এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে রংপুরের পীরগঞ্জে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
৩২ মিনিট আগে