Ajker Patrika

ফুলবাড়ীতে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে ৩ সদস্যের কমিটি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ফুলবাড়ীতে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে ৩ সদস্যের কমিটি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় দুলাল হোসেন (৪০) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান এ কমিটি গঠন করেন। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

কমিটিতে স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. এবিএম মারুফুল হাসানকে প্রধান করা হয়েছে। কমিটির বাকি দুজন হলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সারোয়ার হোসেন সদস্য সচিব এবং সদস্য নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন। বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র মাহমুদ আলম লিটনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী মৃত্যুর বিষয়ে কারও কোনো দায়িত্বে অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কমিটিকে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও নার্সের অবহেলায় দুলাল হোসেন নামের এক ভ্যানচালকের মৃত্যুর অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে নিহতের স্বজন এবং বিক্ষুদ্ধ এলাকাবাসী স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শনসহ দোষীদের শাস্তির দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত