Ajker Patrika

খানসামায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৫: ২৮
খানসামায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের খানসামা উপজেলার মারগাঁও গ্রামে স্বামী রবিউল ইসলাম (৩৫) ও স্ত্রী শামসুন্নাহার বেগমের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে শয়নকক্ষ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

রবিউল ইসলাম উপজেলার মারগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। 

থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাতে এই দম্পতির ৯ মাস বয়সী কন্যাসন্তানের কান্নার আওয়াজ শুনে বাড়ির পাশের লোকজন খোঁজ নিতে আসে। তারা এসে দেখে রবিউলের বাড়ির মূল দরজা বন্ধ। পরে সেটি ভেঙে দেখা যায়, শয়নকক্ষে তাঁরা একই রশিতে ঝুলন্ত অবস্থায় আছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে খানসামা থানার পুলিশ। 

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১২-১৩ বছর আগে একই গ্রামের দুলাল মেম্বারপাড়ার শমসের আলীর মেয়ে শামসুন্নাহারের সঙ্গে রবিউলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না, সংসারে ঝগড়া লেগে থাকত। সংসারের ঝগড়া নিয়ে কয়েকবার গ্রাম্য সালিস ও মীমাংসা হয়েছে। 

তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে মৃত শামসুন্নাহারের পরিবার। 

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে কাজ করছে থানার পুলিশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত