Ajker Patrika

পঞ্চগড়ে বৃদ্ধকে গলা কেটে হত্যা

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজার এলাকায় আজ মঙ্গলবার সকালে বৃদ্ধের লাশ পাওয়ার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ভিড় করে। ছবি: আজকের পত্রিকা
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজার এলাকায় আজ মঙ্গলবার সকালে বৃদ্ধের লাশ পাওয়ার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ভিড় করে। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ে রফিকুল ইসলাম ডুবু (৭০) নামের এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার টুনিরহাট বাজার এলাকায় একটি খড়ি ঘরে তাঁর লাশ পাওয়া যায়।

জানা গেছে, রফিকুল ইসলাম ওই এলাকার বাসিন্দা ছিলেন। স্ত্রী মারা যাওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে টুনিরহাট বাজারের একটি খড়ি ঘরে থাকতেন। সহজ-সরল স্বভাবের হলেও তাঁর জুয়া খেলার অভ্যাস ছিল। সম্প্রতি তাঁর মোবাইল ফোন ও কিছু টাকা চুরি হয়েছিল বলে জানান স্বজনেরা।

রফিকুলের ভাই শনিবুল্লাহ বলেন, ‘আমার ভাইয়ের কোনো শত্রু ছিল না। তারপরও তাঁকে এভাবে হত্যা করা হলো কেন, তা বুঝতে পারছি না। আমরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, ‘বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচন রোজার আগেই, ঘোষণা আসতে পারে আজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত