Ajker Patrika

তারাগঞ্জে সেতুতে ধাক্কা লেগে উল্টে গেল বাস, আহত ২৫

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২২, ১১: ২০
তারাগঞ্জে সেতুতে ধাক্কা লেগে উল্টে গেল বাস, আহত ২৫

গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২৫ জন আহত হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের খারুভাজ নদীর কোদালধরা সেতুতে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও বাসের যাত্রী সূত্রে জানা যায়, গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশকোচটি রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের খারুভাজ নদীর কোদালধরা সেতুর কাছে রাত সাড়ে ১২টার দিকে পৌঁছালে সেতুর ফুটওয়ের ওপরে উঠে যায়। এতে নৈশকোচটি সেতুর ওপরেই উল্টে যায়। এ সময় তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ কাছাকাছি থাকায় দ্রুত যাত্রীদের উদ্ধার করে। গুরুতর আহত যাত্রীদের তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ সময় সেতুর দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। 

ওই নৈশকোচের যাত্রী রংপুর গনেশপুর এলাকার বাসিন্দা সাদেকুল ইসলাম বলেন, ‘দিনাজপুরের ভুসিরবন্দরে গাড়িটিতে উঠেছি রংপুরের যাওয়ার জন্য। হঠাৎ এখানে এসে বাসটি সেতুতে ধাক্কা খেয়ে উল্টে যায়। আল্লাহ নিজ হাতে বাঁচিয়েছে। বাসভর্তি লোকজন ছিলাম। তেমন কোনো ক্ষতি হয়নি। ২৫ জনের মতো আহত হয়েছে।’ 

তারাগঞ্জ হাইওয়ে থানার এসআই আক্তারুল ইসলাম বলেন, ‘ঘটনার সময় পুলিশের ডিউটিভ্যান খুব কাছাকাছি ছিল। যাত্রীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সেতু থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত