Ajker Patrika

বাজারে ঢুকে পড়া মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২, আহত ৫

গাইবান্ধা প্রতিনিধি
বাজারে ঢুকে পড়া মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২, আহত ৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়া মাইক্রোবাসের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধর্মপুর বাজারে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন–হরেন চন্দ্র (৪৫) ও প্রতাপ (৩০)। তারা উভয়ের উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা। 
 
 গোবিন্দগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত। ছবি: আজকের পত্রিকা গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে নাকাইহাট বাজার থেকে একটি মাইক্রোবাস গোবিন্দগঞ্জ শহরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধর্মপুর বাজারে মধ্য ঢুকে পড়ে। এ সময় মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই হরেন ও প্রতাপ মারা যান। গুরুতর আহত হন আরও পাঁচজন। 

 গোবিন্দগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত। ছবি: আজকের পত্রিকা স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-গ-২১-১৭০২) আটক করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত