Ajker Patrika

মানুষের কটু কথায় ধর্ষণের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৭: ৪১
মানুষের কটু কথায় ধর্ষণের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা

নিন্দা ও কলঙ্ক থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেছে ধর্ষণের শিকার ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী। বিষপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

চলতি বছরে ১ সেপ্টেম্বর এ ধর্ষণের ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, রংপুরের মিঠাপুকুর উপজেলার পূর্ব জয়রামপুর আনোয়ার গ্রামের মতিয়ার রহমানের ছেলে লাবলু মিয়া (২০) এ ঘটনা ঘটায়। 

জানা যায়, ওই ছাত্রীকে (১২) বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করত লাবলু। বিষয়টি লাবলুর পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়ে ১ সেপ্টেম্বর অস্ত্রের মুখে ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনার পর লাবলুর পরিবার ও প্রতিবেশীদের অনেকেই ওই ছাত্রীকে দেখলে টিপ্পনী কাটে; কটু কথা বলতে থাকে। পরনিন্দা ও গঞ্জনা সহ্য করতে না পেরে কয়েক দিন আগে বড় বোনের বাড়ি ভাংনী নাটাগাড়ী গ্রামে যায় সে। কিন্তু সেখানেও কথা শুনতে হয়। মানুষের কটু কথায় ক্ষোভ ঘৃণায় শনিবার বিষপান করে সে। চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত রোববার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মনছুর আলী থানায় অভিযোগ করলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে মামলা নিয়ে বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। 

এ ঘটনায় মামলা হলে লাবলুকে গ্রেপ্তার করে মিঠাপুকুর থানা-পুলিশ। বর্তমানে সে রংপুর জেলে রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত