নাগেশ্বরী সংবাদদাতা
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ফুলকুমার নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলো স্থানীয় আমিনুল ইসলামের ছেলে আবির হোসেন (৯) এবং আব্দুর রহমানের মেয়ে তাবাসসুম (১০)। সম্পর্কে তাঁরা মামাতো-ফুফাতো ভাইবোন। দুজনই বালাবাড়ী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ঘটনার দিন সকালে মাদ্রাসা থেকে পাঠ নেওয়ার এক ফাঁকে আবির, তাবাসসুম এক সহপাঠী মাহাবুব রহমানকে সঙ্গে নিয়ে নদীর তীরে যায়। সেখানকার পানিতে বসানো একটি জাল থেকে মাছ তুলতে গিয়ে দুজন নদীতে পড়ে যায়। এ সময় মাহাবুব তীরে ছিল।
দুই শিশুকে অনেকক্ষণ ধরে না দেখে মাহাবুব স্থানীয় লোকজনকে খবর দেয়। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে এবং নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়। স্থানীয় লোকজন প্রথমে তাবাসসুমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘণ্টাখানেক পর আবিরের লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দিপ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। জানা যায়, তিনটি শিশু নদীর ধারে যায়, তাদের মধ্যে দুজন ডুবে মারা গেছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নাগেশ্বরী স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা দুজনকে উদ্ধার করে। তাদের তথ্যমতে, নদীতে মাছ ধরতে গিয়ে শিশু দুটি ডুবে যায়।’
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ফুলকুমার নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলো স্থানীয় আমিনুল ইসলামের ছেলে আবির হোসেন (৯) এবং আব্দুর রহমানের মেয়ে তাবাসসুম (১০)। সম্পর্কে তাঁরা মামাতো-ফুফাতো ভাইবোন। দুজনই বালাবাড়ী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ঘটনার দিন সকালে মাদ্রাসা থেকে পাঠ নেওয়ার এক ফাঁকে আবির, তাবাসসুম এক সহপাঠী মাহাবুব রহমানকে সঙ্গে নিয়ে নদীর তীরে যায়। সেখানকার পানিতে বসানো একটি জাল থেকে মাছ তুলতে গিয়ে দুজন নদীতে পড়ে যায়। এ সময় মাহাবুব তীরে ছিল।
দুই শিশুকে অনেকক্ষণ ধরে না দেখে মাহাবুব স্থানীয় লোকজনকে খবর দেয়। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে এবং নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়। স্থানীয় লোকজন প্রথমে তাবাসসুমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘণ্টাখানেক পর আবিরের লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দিপ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। জানা যায়, তিনটি শিশু নদীর ধারে যায়, তাদের মধ্যে দুজন ডুবে মারা গেছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নাগেশ্বরী স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা দুজনকে উদ্ধার করে। তাদের তথ্যমতে, নদীতে মাছ ধরতে গিয়ে শিশু দুটি ডুবে যায়।’
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। প্রস্তাব অনুযায়ী, চৌদ্দগ্রাম উপজেলার সঙ্গে সদর দক্ষিণ উপজেলাকে সংযুক্ত করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
১ ঘণ্টা আগেপাবনার চাটমোহরে ঋণখেলাপির মামলা করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্য কর্মীদের মারধর এবং ব্যাংকে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে লোকমান হোসেন নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। তিনি ফৈলজানা ইউনিয়ন পরিষদের সদস্য।আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা দেড়টার দিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফৈলজানা
১ ঘণ্টা আগেরাজশাহীর নওহাটা পৌরসভায় একটি আরসিসি ড্রেন নির্মাণকাজে ঘাপলা ধরা পড়েছে। নকশা লঙ্ঘন এবং কম রড ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এ অবস্থায় তিন দিনের মধ্যে ত্রুটি সংশোধনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে পৌর কর্তৃপক্ষ। ঠিকাদার আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে পৌরসভার এই চিঠি হাতে পেয়েছেন।
১ ঘণ্টা আগেসংস্কার শব্দটি বর্তমানে ঘৃণিত শব্দে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) সভাপতি জিল্লুর রহমান। তিনি বলেছেন, ‘জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল, তা প্রতিফলিত হচ্ছে না। মানুষের প্রত্যাশা পূরণের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দেশে নিরাপত্তার প্রধান সমস্যা হলো, সহমতে
১ ঘণ্টা আগে