মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
শিশু শিক্ষার্থীকে হাবাগোবা পাগল বলার প্রতিবাদ করায় দুই-ভাই বোনকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার নলেজ পাওয়ার স্কুল ও কলেজে।
সোমবার রোকেয়া খাতুন স্বপ্না নামে একজন মা এ অভিযোগ করেছেন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
রোকেয়া খাতুন স্বপ্নার অভিযোগ, তাঁর ছেলে রামিম খান নলেজ পাওয়ার স্কুল ও কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ৯ এপ্রিল কলা খাওয়া নিয়ে রামিম খানের সঙ্গে একই শ্রেণির এক ছাত্রের হাতাহাতি হয়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষিকা সোনালী রানী রামিম খানকে পাগল ও হাবাগোবা বলে লাঞ্ছিত করেন।
ছেলের মুখে বিষয়টি জানার পর রোকেয়া খাতুন স্বপ্না ওই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে একজন শিশু শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ করার প্রতিবাদ জানান। স্বপ্নার অভিযোগ, এ সময় শিক্ষিকা সোনালী রানী তাঁর সঙ্গে খারাপ আচরণ করে তাঁকেও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেন। সোমবার রামিম খান ও তার বোন ৭ম শ্রেণির ছাত্রী তাসফিয়া রিমিকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
স্বপ্না বলেন, ‘কোমলমতি শিশুরা ভুল করতেই পারে। তাই বলে একজন শিক্ষক হাবাগোবা পাগল বলতে পারেন না।’
ছেলে রামিম খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন বলে জানান স্বপ্না।
এ প্রসঙ্গে ফোনে যোগাযোগ করা হলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, ‘রোকেয়া খাতুন স্বপ্না বহিরাগতদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানে এসে শিক্ষিকা সোনালী রানীর সঙ্গে খারাপ আচরণ করেছেন।’
ভাই-বোন কে ছাড়পত্র দেওয়ার কারণ জানতে চাইলে অধ্যক্ষ বলেন, রোকেয়া খাতুন স্বপ্না ছাড়পত্র চেয়ে নিয়েছেন।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক জাকির হোসেন বলেন, ‘সোমবার রোকেয়া খাতুন স্বপ্না একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একজন উপ পুলিশ পরিদর্শককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।’
শিশু শিক্ষার্থীকে হাবাগোবা পাগল বলার প্রতিবাদ করায় দুই-ভাই বোনকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার নলেজ পাওয়ার স্কুল ও কলেজে।
সোমবার রোকেয়া খাতুন স্বপ্না নামে একজন মা এ অভিযোগ করেছেন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
রোকেয়া খাতুন স্বপ্নার অভিযোগ, তাঁর ছেলে রামিম খান নলেজ পাওয়ার স্কুল ও কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ৯ এপ্রিল কলা খাওয়া নিয়ে রামিম খানের সঙ্গে একই শ্রেণির এক ছাত্রের হাতাহাতি হয়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষিকা সোনালী রানী রামিম খানকে পাগল ও হাবাগোবা বলে লাঞ্ছিত করেন।
ছেলের মুখে বিষয়টি জানার পর রোকেয়া খাতুন স্বপ্না ওই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে একজন শিশু শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ করার প্রতিবাদ জানান। স্বপ্নার অভিযোগ, এ সময় শিক্ষিকা সোনালী রানী তাঁর সঙ্গে খারাপ আচরণ করে তাঁকেও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেন। সোমবার রামিম খান ও তার বোন ৭ম শ্রেণির ছাত্রী তাসফিয়া রিমিকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
স্বপ্না বলেন, ‘কোমলমতি শিশুরা ভুল করতেই পারে। তাই বলে একজন শিক্ষক হাবাগোবা পাগল বলতে পারেন না।’
ছেলে রামিম খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন বলে জানান স্বপ্না।
এ প্রসঙ্গে ফোনে যোগাযোগ করা হলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, ‘রোকেয়া খাতুন স্বপ্না বহিরাগতদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানে এসে শিক্ষিকা সোনালী রানীর সঙ্গে খারাপ আচরণ করেছেন।’
ভাই-বোন কে ছাড়পত্র দেওয়ার কারণ জানতে চাইলে অধ্যক্ষ বলেন, রোকেয়া খাতুন স্বপ্না ছাড়পত্র চেয়ে নিয়েছেন।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক জাকির হোসেন বলেন, ‘সোমবার রোকেয়া খাতুন স্বপ্না একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একজন উপ পুলিশ পরিদর্শককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।’
দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারি করেন।
৩ মিনিট আগেসাবেক ছাত্রলীগের নেতা ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সুভাষ সিংহ রায় এবং তাঁর স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এ
৯ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দে ১৪ বছরের কিশোরী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে রাস্তা থেকে তুলে সিএনজিচালিত অটোরিকশায় করে একটি রেস্তোরাঁয় নিয়ে যাওয়া হয়। ধর্ষণের সময় কিশোরীর চিৎকার চাপা দিতে সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজানো হয়।
১৮ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের হিজলতলা গ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ সংঘর্ষ হয়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
২৬ মিনিট আগে