Ajker Patrika

শিশু শিক্ষার্থীকে ‘হাবাগোবা’ বলে শিক্ষিকার গালি, পরে ছাড়পত্র দেওয়ার অভিযোগ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
শিশু শিক্ষার্থীকে ‘হাবাগোবা’ বলে শিক্ষিকার গালি, পরে ছাড়পত্র দেওয়ার অভিযোগ

শিশু শিক্ষার্থীকে হাবাগোবা পাগল বলার প্রতিবাদ করায় দুই-ভাই বোনকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার নলেজ পাওয়ার স্কুল ও কলেজে।

সোমবার রোকেয়া খাতুন স্বপ্না নামে একজন মা এ অভিযোগ করেছেন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

রোকেয়া খাতুন স্বপ্নার অভিযোগ, তাঁর ছেলে রামিম খান নলেজ পাওয়ার স্কুল ও কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ৯ এপ্রিল কলা খাওয়া নিয়ে রামিম খানের সঙ্গে একই শ্রেণির এক ছাত্রের হাতাহাতি হয়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষিকা সোনালী রানী রামিম খানকে পাগল ও হাবাগোবা বলে লাঞ্ছিত করেন।

ছেলের মুখে বিষয়টি জানার পর রোকেয়া খাতুন স্বপ্না ওই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে একজন শিশু শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ করার প্রতিবাদ জানান। স্বপ্নার অভিযোগ, এ সময় শিক্ষিকা সোনালী রানী তাঁর সঙ্গে খারাপ আচরণ করে তাঁকেও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেন। সোমবার রামিম খান ও তার বোন ৭ম শ্রেণির ছাত্রী তাসফিয়া রিমিকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

স্বপ্না বলেন, ‘কোমলমতি শিশুরা ভুল করতেই পারে। তাই বলে একজন শিক্ষক হাবাগোবা পাগল বলতে পারেন না।’

ছেলে রামিম খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন বলে জানান স্বপ্না।

এ প্রসঙ্গে ফোনে যোগাযোগ করা হলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, ‘রোকেয়া খাতুন স্বপ্না বহিরাগতদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানে এসে শিক্ষিকা সোনালী রানীর সঙ্গে খারাপ আচরণ করেছেন।’

ভাই-বোন কে ছাড়পত্র দেওয়ার কারণ জানতে চাইলে অধ্যক্ষ বলেন, রোকেয়া খাতুন স্বপ্না ছাড়পত্র চেয়ে নিয়েছেন।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক জাকির হোসেন বলেন, ‘সোমবার রোকেয়া খাতুন স্বপ্না একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একজন উপ পুলিশ পরিদর্শককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত