কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে ছাত্রলীগ কর্মী বাবলু হত্যা মামলার আসামি লিটন মিয়া (৪৩) নামে এক ইউপি চেয়ারম্যানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবির শিপনের আদালতে আসামি হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
লিটন মিয়া সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে তথ্য গোপন করে ‘জালিয়াতির’ মাধ্যমে একাধিকবার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে দায়িত্ব পালন করার অভিযোগ রয়েছে।
এর আগে ২০২২ সালের ২৮ জুন গ্রাম্য সালিসকে কেন্দ্র করে চেয়ারম্যান লিটন মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের কর্মী শামীম আশরাফ বাবলুর (২৩) বাড়িতে হামলা হয়। হামলায় গুরুতর আহত হয়ে বাবলু মৃত্যু বরণ করেন। পরে থানায় দায়ের করা হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান লিটন মিয়াকে ৬ নম্বর আসামি করা হয়। ২০ মাস পর আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, ‘তার (লিটন) বিরুদ্ধে হত্যা ও চেক ডিজনারের মামলাসহ একাধিক মামলা রয়েছে। বিষয়টি উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অবগত। এরপরও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা কেন নেওয়া হয় না, তা আমার বোধগম্য নয়।’
এদিকে ইউনিয়ন পরিষদের সূত্রে জানা গেছে, আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে যেতে পারেন এমন আশঙ্কায় ইউপি চেয়ারম্যান লিটন মিয়া আগেই ছুটির আবেদন করেছেন। আবেদনপত্রটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বেলগাছা ইউনিয়ন পরিষদের সচিব হুমাউন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যানকে কারাগারে প্রেরণের খবর পেয়েছি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ১২ দিনের ছুটির আবেদন করেছেন। তবে সেটি মঞ্জুর হয়েছে কিনা তা জানা নেই। তার অবর্তমানে প্যানেল চেয়ারম্যান পরিষদের দায়িত্ব পালন করবেন।’
কুড়িগ্রামে ছাত্রলীগ কর্মী বাবলু হত্যা মামলার আসামি লিটন মিয়া (৪৩) নামে এক ইউপি চেয়ারম্যানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবির শিপনের আদালতে আসামি হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
লিটন মিয়া সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে তথ্য গোপন করে ‘জালিয়াতির’ মাধ্যমে একাধিকবার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে দায়িত্ব পালন করার অভিযোগ রয়েছে।
এর আগে ২০২২ সালের ২৮ জুন গ্রাম্য সালিসকে কেন্দ্র করে চেয়ারম্যান লিটন মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের কর্মী শামীম আশরাফ বাবলুর (২৩) বাড়িতে হামলা হয়। হামলায় গুরুতর আহত হয়ে বাবলু মৃত্যু বরণ করেন। পরে থানায় দায়ের করা হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান লিটন মিয়াকে ৬ নম্বর আসামি করা হয়। ২০ মাস পর আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, ‘তার (লিটন) বিরুদ্ধে হত্যা ও চেক ডিজনারের মামলাসহ একাধিক মামলা রয়েছে। বিষয়টি উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অবগত। এরপরও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা কেন নেওয়া হয় না, তা আমার বোধগম্য নয়।’
এদিকে ইউনিয়ন পরিষদের সূত্রে জানা গেছে, আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে যেতে পারেন এমন আশঙ্কায় ইউপি চেয়ারম্যান লিটন মিয়া আগেই ছুটির আবেদন করেছেন। আবেদনপত্রটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বেলগাছা ইউনিয়ন পরিষদের সচিব হুমাউন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যানকে কারাগারে প্রেরণের খবর পেয়েছি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ১২ দিনের ছুটির আবেদন করেছেন। তবে সেটি মঞ্জুর হয়েছে কিনা তা জানা নেই। তার অবর্তমানে প্যানেল চেয়ারম্যান পরিষদের দায়িত্ব পালন করবেন।’
‘এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে, সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। এটি কাউকে সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে।’
৩৯ মিনিট আগেপ্রধান উপদেষ্টা যে সময়টা দিয়েছেন নির্বাচনের জন্য, এ বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে। আমরা আশা করছি, সে সময়ের মধ্যেই নির্বাচন হবে।
৪২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর কমিটির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে অনৈতিক সুবিধা আদায় ও দুর্নীতির অভিযোগ এনে কমিটি দুটির ১৬ নেতা পদত্যাগ করেছেন। আজ রোববার রাত ৮টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংবাদ সম্মেলন ডেকে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীদের অভিযোগ, কমিটির কয়েকজন
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী সিলেটবাসীদের অন্যতম সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক’র নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৮ মে) স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির মিন্টো এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসে সিলেটি সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখতে সম্মিলিতভাবে
১ ঘণ্টা আগে