কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে ছাত্রলীগ কর্মী বাবলু হত্যা মামলার আসামি লিটন মিয়া (৪৩) নামে এক ইউপি চেয়ারম্যানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবির শিপনের আদালতে আসামি হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
লিটন মিয়া সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে তথ্য গোপন করে ‘জালিয়াতির’ মাধ্যমে একাধিকবার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে দায়িত্ব পালন করার অভিযোগ রয়েছে।
এর আগে ২০২২ সালের ২৮ জুন গ্রাম্য সালিসকে কেন্দ্র করে চেয়ারম্যান লিটন মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের কর্মী শামীম আশরাফ বাবলুর (২৩) বাড়িতে হামলা হয়। হামলায় গুরুতর আহত হয়ে বাবলু মৃত্যু বরণ করেন। পরে থানায় দায়ের করা হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান লিটন মিয়াকে ৬ নম্বর আসামি করা হয়। ২০ মাস পর আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, ‘তার (লিটন) বিরুদ্ধে হত্যা ও চেক ডিজনারের মামলাসহ একাধিক মামলা রয়েছে। বিষয়টি উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অবগত। এরপরও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা কেন নেওয়া হয় না, তা আমার বোধগম্য নয়।’
এদিকে ইউনিয়ন পরিষদের সূত্রে জানা গেছে, আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে যেতে পারেন এমন আশঙ্কায় ইউপি চেয়ারম্যান লিটন মিয়া আগেই ছুটির আবেদন করেছেন। আবেদনপত্রটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বেলগাছা ইউনিয়ন পরিষদের সচিব হুমাউন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যানকে কারাগারে প্রেরণের খবর পেয়েছি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ১২ দিনের ছুটির আবেদন করেছেন। তবে সেটি মঞ্জুর হয়েছে কিনা তা জানা নেই। তার অবর্তমানে প্যানেল চেয়ারম্যান পরিষদের দায়িত্ব পালন করবেন।’
কুড়িগ্রামে ছাত্রলীগ কর্মী বাবলু হত্যা মামলার আসামি লিটন মিয়া (৪৩) নামে এক ইউপি চেয়ারম্যানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবির শিপনের আদালতে আসামি হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
লিটন মিয়া সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে তথ্য গোপন করে ‘জালিয়াতির’ মাধ্যমে একাধিকবার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে দায়িত্ব পালন করার অভিযোগ রয়েছে।
এর আগে ২০২২ সালের ২৮ জুন গ্রাম্য সালিসকে কেন্দ্র করে চেয়ারম্যান লিটন মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের কর্মী শামীম আশরাফ বাবলুর (২৩) বাড়িতে হামলা হয়। হামলায় গুরুতর আহত হয়ে বাবলু মৃত্যু বরণ করেন। পরে থানায় দায়ের করা হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান লিটন মিয়াকে ৬ নম্বর আসামি করা হয়। ২০ মাস পর আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, ‘তার (লিটন) বিরুদ্ধে হত্যা ও চেক ডিজনারের মামলাসহ একাধিক মামলা রয়েছে। বিষয়টি উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অবগত। এরপরও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা কেন নেওয়া হয় না, তা আমার বোধগম্য নয়।’
এদিকে ইউনিয়ন পরিষদের সূত্রে জানা গেছে, আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে যেতে পারেন এমন আশঙ্কায় ইউপি চেয়ারম্যান লিটন মিয়া আগেই ছুটির আবেদন করেছেন। আবেদনপত্রটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বেলগাছা ইউনিয়ন পরিষদের সচিব হুমাউন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যানকে কারাগারে প্রেরণের খবর পেয়েছি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ১২ দিনের ছুটির আবেদন করেছেন। তবে সেটি মঞ্জুর হয়েছে কিনা তা জানা নেই। তার অবর্তমানে প্যানেল চেয়ারম্যান পরিষদের দায়িত্ব পালন করবেন।’
গাইবান্ধায় তিস্তা ও ব্রহ্মপুত্রের ভাঙনে এর তীরবর্তী এলাকার বাসিন্দারা দিশেহারা হয়ে পড়েছে। সম্প্রতি হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে এরই মধ্যে তিন ফসলি জমি, ফলের বাগান, সড়ক এবং অর্ধশতাধিক বসতভিটাও নদীতে বিলীন হয়ে গেছে।
২২ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৩ ঘণ্টা আগেখাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের অঙ্গসংগঠন ‘গণতান্ত্রিক যুব ফোরাম’–এর সদস্য খুকু চাকমা (৩৪) নিহত হয়েছেন। খুকু চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য ছিলেন। তিনি কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিষ্টানপাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।
৪ ঘণ্টা আগেরাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের পোশাক পরে এক ব্যবসায়ীর সোনা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে ডেমরা সড়কের মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায়। এ ঘটনায় আজ রোববার দুপুরে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন ওই ব্যবসায়ী।
৪ ঘণ্টা আগে