কুড়িগ্রাম প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে সর্বমোট ৩৯ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশীসহ মোট ১৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এ ঘোষণা দেন।
মনোনয়ন বাতিল হওয়া একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী প্রার্থী মোছা. শেফালী আক্তার। তিনি কুড়িগ্রাম-২ আসন (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, শেফালী আক্তার জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চর কাজাইকাটা গ্রামের বাসিন্দা। তবে শেফালী আক্তারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি বর্তমানে কুড়িগ্রাম সদরের পাঠানপাড়ায় বাস করছেন। তাঁর স্বামী একজন স্কুলশিক্ষক।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, শেফালী আক্তারের দাখিলকৃত মনোনয়নপত্রে তিনটি অসংগতি পাওয়া গেছে। এগুলো হলো, তাঁর প্রস্তাবকারী ও সমর্থনকারীর তথ্য সঠিক নেই। তিনি নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণী পূরণ ও স্বাক্ষর করেননি। এ ছাড়া সম্পদ ও দায় এবং বাৎসরিক আয়–ব্যয়ের বিবরণী ফরম পূরণ ও স্বাক্ষর করেন নাই।
মনোনয়নপত্র বাতিল ও নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে শেফালী আক্তার মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়নপত্রের প্রয়োজনীয় তথ্য সন্নিবেশ করে আমি আপিল করছি। আশা করি, আপিলে প্রার্থিতা ফিরে পাব।’
কুড়িগ্রাম-৪ আসনের (রৌমারী, চিলমারী ও রাজিবপুর) বাসিন্দা হয়েও কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে শেফালী বলেন, ‘আমি এখন জেলা সদরে থাকি। এ জন্য দল আমাকে এই আসন থেকে মনোনয়ন দিয়েছে।’
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাঁরা আপিল করতে পারবেন। আপিলে প্রার্থিতা ফিরে পেলে তাঁরাও নির্বাচনে অংশ নিতে পারবেন।’
প্রসঙ্গত, কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে মোট ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। বাতিল করা প্রার্থীদের মধ্যে পাঁচজন দলীয় এবং নয়জন স্বতন্ত্র প্রার্থী। এক শতাংশ ভোটার সমর্থন সূচক তালিকায় ত্রুটি থাকায় নয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আর নির্বাচনী ব্যয় নির্বাহের অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎস, বাৎসরিক আয়-ব্যয়ের বিবরণী ও আয়কর বিবরণীসহ প্রয়োজনীয় কাগজপত্রের ত্রুটির কারণে পাঁচজন দলীয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বাকি ২৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, কুড়িগ্রাম-১ আসনের (ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী) মো. আতিকুর রহমান (স্বতন্ত্র), কুড়িগ্রাম-২ আসনের (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, মোছা. শেফালী বেগম (বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএসপি), মো. আবু সুফিয়ান (আওয়ামী লীগের স্বতন্ত্র), মো. নাজমুল হুদা (স্বতন্ত্র), মো. মশিউর রহমান (জাকের পার্টি), মো. শফিউজ্জামান (স্বতন্ত্র) এবং মো. হামিদুল হক খন্দকার (আওয়ামী লীগের স্বতন্ত্র)।
কুড়িগ্রাম-৪ আসনের (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) শাহ মো. নুর-ই শাহী (স্বতন্ত্র), মোহাম্মদ আবু শামিম হাবীব (কৃষক শ্রমিক জনতা লীগ), আতিকুর রহমান খান (তৃণমূল বিএনপি), আব্দুল হামিদ (বাংলাদেশ কংগ্রেস), জোবাইদুল ইসলাম বাদল (স্বতন্ত্র), ফারুকুল ইসলাম (স্বতন্ত্র) এবং মো. মাছুম ইকবাল (আওয়ামী লীগের স্বতন্ত্র)।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে সর্বমোট ৩৯ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশীসহ মোট ১৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এ ঘোষণা দেন।
মনোনয়ন বাতিল হওয়া একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী প্রার্থী মোছা. শেফালী আক্তার। তিনি কুড়িগ্রাম-২ আসন (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, শেফালী আক্তার জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চর কাজাইকাটা গ্রামের বাসিন্দা। তবে শেফালী আক্তারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি বর্তমানে কুড়িগ্রাম সদরের পাঠানপাড়ায় বাস করছেন। তাঁর স্বামী একজন স্কুলশিক্ষক।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, শেফালী আক্তারের দাখিলকৃত মনোনয়নপত্রে তিনটি অসংগতি পাওয়া গেছে। এগুলো হলো, তাঁর প্রস্তাবকারী ও সমর্থনকারীর তথ্য সঠিক নেই। তিনি নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণী পূরণ ও স্বাক্ষর করেননি। এ ছাড়া সম্পদ ও দায় এবং বাৎসরিক আয়–ব্যয়ের বিবরণী ফরম পূরণ ও স্বাক্ষর করেন নাই।
মনোনয়নপত্র বাতিল ও নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে শেফালী আক্তার মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়নপত্রের প্রয়োজনীয় তথ্য সন্নিবেশ করে আমি আপিল করছি। আশা করি, আপিলে প্রার্থিতা ফিরে পাব।’
কুড়িগ্রাম-৪ আসনের (রৌমারী, চিলমারী ও রাজিবপুর) বাসিন্দা হয়েও কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে শেফালী বলেন, ‘আমি এখন জেলা সদরে থাকি। এ জন্য দল আমাকে এই আসন থেকে মনোনয়ন দিয়েছে।’
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাঁরা আপিল করতে পারবেন। আপিলে প্রার্থিতা ফিরে পেলে তাঁরাও নির্বাচনে অংশ নিতে পারবেন।’
প্রসঙ্গত, কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে মোট ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। বাতিল করা প্রার্থীদের মধ্যে পাঁচজন দলীয় এবং নয়জন স্বতন্ত্র প্রার্থী। এক শতাংশ ভোটার সমর্থন সূচক তালিকায় ত্রুটি থাকায় নয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আর নির্বাচনী ব্যয় নির্বাহের অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎস, বাৎসরিক আয়-ব্যয়ের বিবরণী ও আয়কর বিবরণীসহ প্রয়োজনীয় কাগজপত্রের ত্রুটির কারণে পাঁচজন দলীয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বাকি ২৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, কুড়িগ্রাম-১ আসনের (ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী) মো. আতিকুর রহমান (স্বতন্ত্র), কুড়িগ্রাম-২ আসনের (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, মোছা. শেফালী বেগম (বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএসপি), মো. আবু সুফিয়ান (আওয়ামী লীগের স্বতন্ত্র), মো. নাজমুল হুদা (স্বতন্ত্র), মো. মশিউর রহমান (জাকের পার্টি), মো. শফিউজ্জামান (স্বতন্ত্র) এবং মো. হামিদুল হক খন্দকার (আওয়ামী লীগের স্বতন্ত্র)।
কুড়িগ্রাম-৪ আসনের (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) শাহ মো. নুর-ই শাহী (স্বতন্ত্র), মোহাম্মদ আবু শামিম হাবীব (কৃষক শ্রমিক জনতা লীগ), আতিকুর রহমান খান (তৃণমূল বিএনপি), আব্দুল হামিদ (বাংলাদেশ কংগ্রেস), জোবাইদুল ইসলাম বাদল (স্বতন্ত্র), ফারুকুল ইসলাম (স্বতন্ত্র) এবং মো. মাছুম ইকবাল (আওয়ামী লীগের স্বতন্ত্র)।
নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ট্রাকচালক মো. মহির উদ্দিনকে ( ৩০) গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে জানানো হয়।
৩৫ মিনিট আগেআজ ২৩ জুলাই, ২০২৫। ২০০২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলে ছাত্রীদের ওপর তৎকালীন পুলিশ বাহিনী বর্বরোচিত হামলা চালায়। পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হল প্রাধ্যক্ষকে সরানোর ঘটনাকে কেন্দ্র করে সেদিন গভীর রাতে শামসুন্নাহার হলের গেট ভেঙে সাধারণ ছাত্রীদের ওপর এই হামলা চালান
১ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অনেকে ভাবছেন, আমাদের লড়াই শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের সামনে দীর্ঘ পথ, দীর্ঘ লড়াই। সেই পথে আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।’
১ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরে তিন বছর আগে মিথ্যা ঘোষণায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিগারেট আমদানির ঘটনায় একটি ব্যাগ ও লাগেজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভারতীয় চার কর্মকর্তাকে আসামি করে মামলা করেছিল কাস্টমস কর্তৃপক্ষ। তদন্তে ওই আমদানির সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহত
১ ঘণ্টা আগে