Ajker Patrika

কালীগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
কালীগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৮) নামে এক তামাক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামের মো. তোজাম্মেল হোসেনের ছেলে। আহতরা হলেন, নিহত শহিদুলের ভাই শহিদার রহমান ও অটোরিকশার চালক আনিছার রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৫টার দিকে বাড়ি থেকে একটি অটোরিকশা করে উপজেলার বানিনগর এলাকায় আকিজ টোব্যাকো কোম্পানিতে তামাক বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন শহিদুল ও তাঁর ভাই শহিদার। তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে শহিদুল ইসলাম মারা যান। এ ঘটনায় অটোরিকশা চালক আনিছার ও শাহিদার রহমান গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিকাতুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনকেই হাসপাতালে আনা হয়েছিল। এদের একজন হাসপাতালে আনার আগেই মারা যান। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক ও সহযোগী পলাতক রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত