Ajker Patrika

দাদি হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া নাতি ঢাকা থেকে গ্রেপ্তার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
দাদি হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া নাতি ঢাকা থেকে গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়ায় সম্পত্তির লোভে দাদিকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি জিয়াউর রহমান জিয়া (৩৫) গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার মোহাম্মাদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

জিয়াউর রহমান গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে। 

গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন। তিনি বলেন, ‘জিয়াউর সম্পত্তির লোভে তাঁর দাদিকে হত্যা করেন। এরপর ২০১০ সালের জিয়াউরের নামে থানায় হত্যা মামলা হয়। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।’ 

মামলায় দাদিকে হত্যা করার বিষয়টি প্রমাণিত হলে রংপুরের দায়রা জজ আদালত ২০১৫ সালে জিয়াউরকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এরপর গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মোহাম্মাদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাতেই তাঁকে ঢাকা থেকে গঙ্গাচড়া মডেল থানায় নিয়ে আসা হয়। আজ বুধবার সকালে জিয়াউরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

ঋণের চাপে আত্মগোপনে থাকা কৃষক দল নেতাকে উদ্ধার করল পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত