Ajker Patrika

স্ত্রীর জমানো টাকা নিয়ে পালিয়েছেন স্বামী, দ্বারে দ্বারে ঘুরছে কিশোরী 

প্রতিনিধি, পীরগাছা (রংপুর)
স্ত্রীর জমানো টাকা নিয়ে পালিয়েছেন স্বামী, দ্বারে দ্বারে ঘুরছে কিশোরী 

স্ত্রীর জমানো টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এদিকে স্ত্রী নিজের অধিকার আদায়ে ১০ দিন ধরে স্বামীর বাড়িতে অবস্থান নিয়েছেন বিচারের আশায়। পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক গ্রামে এ ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত স্বামী এখনো পলাতক রয়েছেন। এদকে আজ শনিবার ওই কিশোরী ও তাঁর মাকে নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাঠিয়ে দিয়েছে পীরগাছা থানা-পুলিশ। 

স্থানীয় গ্রামবাসীরা জানান, উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক গ্রামের নারায়ণ চন্দ্রের ছেলে আপন চন্দ্রের (২৫) প্রথম স্ত্রী তাঁর স্বামীর বাড়ি থেকে সন্তান নিয়ে রাগ করে চলে যান। পরে আপন চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি নেন। সেখানে তিনি প্রথম বিয়ের কথা গোপন রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রাম শিবপুর গ্রামের এক কিশোরীকে (১৯) বিয়ের প্রস্তাব দেন। একই কারখানার চাকরির সুবাদে দেখা হলেও মেয়েটির পরিবার এতে অপারগতা প্রকাশ করে। কিন্তু আপন গ্রামের বাড়িতে একটি মন্দিরে মেয়েটিকে বিয়ে করেন। 

দেড় বছর পর গত ১৭ আগস্ট স্বামী আপন চন্দ্র দ্বিতীয় স্ত্রীর জমানো লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে চলে আসে। পরে মেয়েটির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। 

উপায় না পেয়ে মেয়েটি গত ১৯ আগস্ট রংপুরের পীরগাছায় স্ত্রীর অধিকার আদায়ে আপনের বাড়িতে আসে। এ নিয়ে আজ শনিবার স্থানীয় মন্দিরে একটি সালিস বৈঠক বসলে আপন চন্দ্রের মা আকালি রানি ও বাবা নারায়ণ চন্দ্র এবং ভাই মিঠু চন্দ্র মেয়েটিকে মেনে নেন। এ সময় সমাজপতিরা নতুন করে বিয়ে ও কাবিন করার পরামর্শ দেন। কিন্তু বাড়িতে গিয়ে মিঠু চন্দ্র ও মা আকালি রানি আপন চন্দ্রকে পালিয়ে যেতে সাহায্য করেন। 

স্থানীয় যুবক আইয়ুব হোসেন বলেন, মেয়েটি গরিব হওয়ায় আমরা তাঁদের বিয়ের কাবিন রেজিস্ট্রি করার জন্য চাঁদা দিয়েছিলাম। কিন্তু ছেলেটি মেয়ে ও তাঁর পরিবারের সঙ্গে প্রতারণা করে পালিয়ে গেছে। এ বিষয়ে পীরগাছা থানায় একটি অভিযোগ করা হলেও তাঁরা মেয়েটিকে কোনো সাহায্যে করেনি। উল্টো বাড়িতে পাঠিয়ে দিয়েছে। 

মেয়েটির মা বলেন, ছেলে, বাপ-মা, ভাই বিয়ের আগে থেকে সবকিছু জানে। তাঁরা প্রথম বিয়ের কথা গোপন করে এখন আমাদের সঙ্গে অমানবিক আচরণ করছে। ১০ দিন আমরা ছিলাম, কিন্তু খেতেও দেয়নি। আমাদের বাড়ি দূরে হওয়ায় তাঁরা আমাদের সঙ্গে প্রতারণা করছে। আমরা নিজ এলাকাতেই মামলা করব। 

এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার এসআই রায়হান উদ্দিন বলেন, বিয়েটি যেখানে হয়েছে, আর সংসার যেখানে হয়েছে আমরা সেখানেই মামলা করার পরামর্শ দিয়েছি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মা-মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত