Ajker Patrika

চার দফা দাবিতে ফুলবাড়ীতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আজ সকাল ১০টায় ফুলবাড়ী পৌর শহরের ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ। ছবি: আজকের পত্রিকা
আজ সকাল ১০টায় ফুলবাড়ী পৌর শহরের ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ। ছবি: আজকের পত্রিকা

২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার এবং অবৈধভাবে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ। আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় ফুলবাড়ী পৌর শহরের ইসলামী ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে ব্যাংকের গ্রাহক মামুনুর রশীদ, মুকুল হোসেন, রাশেদুল ইসলাম, হাসু ইসলাম ও এনামুল হক বক্তব্য দেন। এ ছাড়া বক্তব্য দেন বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী আসিফ মাহমুদ ও মেরাজ হোসেন।

বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের শেয়ার কেনার পর ব্যাংকটিকে নিজের সম্পত্তি ভেবে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে। এই সময়ে সাধারণ গ্রাহকেরা ঋণ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

তাঁরা আরও বলেন, এই সময়ে কোনো রকম পরীক্ষা বা ভাইভা ছাড়াই প্রায় সাড়ে ৮ হাজার অদক্ষ কর্মকর্তা-কর্মচারী অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়। এর মাধ্যমে সৎ ও যোগ্য চাকরিপ্রত্যাশীরা বঞ্চিত হয়েছেন। বক্তাদের দাবি, নিয়োগপ্রাপ্ত সাড়ে আট হাজার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে একটি নির্দিষ্ট উপজেলারই প্রায় পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারী, যা সারা দেশের সঙ্গে সুস্পষ্ট বৈষম্য তৈরি করেছে।

বক্তারা উল্লেখ করেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের পর এস আলম গ্রুপের মালিক পালিয়ে গেলেও তাদের নিয়োগ দেওয়া কর্মকর্তারা এখনো বহাল রয়েছেন।

বক্তারা সমস্যা সমাধানে গ্রাহকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং তাঁদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। দাবিগুলো হলো—

২০১৭—২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সব অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। দেশের সব অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ব্যবস্থা করতে হবে। এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষকোটি টাকা ফেরত আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ দ্বারা এস আলমের দায়দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে। যেসব ব্যাংক কর্মকর্তা মিথ্যা তথ্য ও অপপ্রচার চালিয়ে ইসলামী ব্যাংকের সুনাম নষ্ট করছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জুলাই যোদ্ধাকে’ জুলাই ফাউন্ডেশনে পাইপ দিয়ে মারধর, ১৩ জনের বিরুদ্ধে মামলা

ভারতের হারে বাংলাদেশের বিদায়, হামজার হতাশা

এবার দলগুলো পেল চূড়ান্ত জুলাই সনদ ও স্বাক্ষরের আমন্ত্রণপত্র

সেনা কর্মকর্তাদের জন্য ‘সাবজেল’ ঘোষণার যৌক্তিকতা কী, টিআইবির প্রশ্ন

ভাবিকে হত্যার ১০ বছর পরে ভাতিজিকে পিটিয়ে হত্যা করলেন হাবিল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত