Ajker Patrika

‘আলুর দাম বাড়ার কারণ অসাধু ব্যবসায়ী ও হিমাগারের কর্মকর্তাদের সিন্ডিকেট’

রংপুর প্রতিনিধি
‘আলুর দাম বাড়ার কারণ অসাধু ব্যবসায়ী ও হিমাগারের কর্মকর্তাদের সিন্ডিকেট’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেছেন, সিন্ডিকেট ভাঙতে না পারলে আলু আমদানির সুপারিশ করা হবে।

আজ বুধবার বেলা ১১টার দিকে রংপুর নগরীর উত্তম হাজীরহাট এলাকার আরমান কোল্ডস্টোরেজ পরিদর্শনের সময় তিনি একথা বলেন। এ সময় ছয় ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়।

ভোক্তার মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, হিমাগার পর্যায়ে আলুর দাম ২৭ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ও হিমাগারের কর্মকর্তা সিন্ডিকেট করে আলুর বাজার অস্থির করে তুলেছেন। আমরা এসব সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছি। তিন চার দিনের মধ্যে সিন্ডিকেট ভাঙতে না পারলে ডিমের মতো আলুও আমদানির জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে।

হিমাগার পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তরিকুল ইসলামসহ ভোক্তা ও কৃষি বিভাগের কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত