Ajker Patrika

পায়ুপথে বাতাস ঢুকিয়ে সহকর্মীকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার যুবক বলছেন ‘ইয়ার্কি’

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
পায়ুপথে বাতাস ঢুকিয়ে সহকর্মীকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার যুবক বলছেন ‘ইয়ার্কি’

নীলফামারীর সৈয়দপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম ওধির চন্দ্র (৪৫)। এ ঘটনায় আজ শুক্রবার ওধিরের এক সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিহত ওধির উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মালিপাড়ার ওভেন চন্দ্রের ছেলে। তিনি ওই ইউনিয়নের আলহাজ্ব নমীর উদ্দীন অটো রাইস মিলের শ্রমিক ছিলেন। গ্রেপ্তার যুবকের নাম মোরশেদুল (৩৩)। মোরশেদুল রংপুরের তারাগঞ্জ উপজেলার জদ্দিপাড়ার বাসিন্দা। তিনি ওধিরের সহকর্মী।    

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আজ শুক্রবার বিকেলে নিহতের ছেলে প্রশান্ত চন্দ্র রায় বাদী হয়ে মোরশেদুলের (৩৩) নামে থানায় একটি হত্যা মামলা করেন। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের কাছে মোরশেদুল দাবি করেন, এটি একটি ভুলবশত দুর্ঘটনা। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ওই অটো রাইস মিলের কর্মচারী ওধির চন্দ্র ও মোরশেদুল হাওয়ার মেশিন দিয়ে ধান পরিষ্কার করছিলেন। এ সময় ওধিরের শরীর পরিষ্কারের সময় হাওয়ার মেশিন দিয়ে মোরশেদুল ওধিরের পায়ুপথে হাওয়া দিলে তাঁর পেট ফুলে যায়। ঘটনাস্থলেই জ্ঞান হারালে তাঁকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে মারা যান ওধির চন্দ্র। 

বসুনী চন্দ্র ও আলামিন হোসেন নামের ওধিরের দুই সহকর্মী বলেন, ধান পরিষ্কারের যন্ত্র দিয়ে ‘ইয়ার্কি’ করে পায়ুপথের ময়লা পরিষ্কার করতে বাতাস প্রবেশ করালে ওধির গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 

গ্রেপ্তারের আগে মোরশেদুল আজকের পত্রিকাকে বলেন, গায়ের ময়লা পরিষ্কারের সময় ভুলবশত পায়ুপথে বাতাস প্রবেশ করালে ওধির গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এটি একটি ভুলবশত দুর্ঘটনা। 

অটো রাইস মিল মালিক নমীর উদ্দীন বলেন, ‘আমি ঘটনার সময় মিলে ছিলাম না। সেখানে ছয়জন কর্মচারী কাজ করছিলেন। পরে এসে ঘটনা জানার পরই রংপুর হাসপাতালে ছুটে যাই।’ 

নিহতের ছেলে প্রশান্ত চন্দ্র বলেন, ‘পায়ুপথের মতো জায়গায় কেউ কী ইয়ার্কি করে বাতাস ঢোকায়? এটা হতেই পারে না। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি এর সঙ্গে জড়িত মোরশেদুলের বিচার চাই।’ 

সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত