রংপুর প্রতিনিধি
রংপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্নাতকোত্তর পড়ুয়া ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নগরীর লালবাগ রেলগেটে এলাকায় পার্বতীপুর থেকে লালমনিরহাট বুড়িমারীগামী ৪৬২ নম্বর ট্রেনের নিচে কাটা পরে ওই শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা বলছে, স্বেচ্ছায় গিয়ে রেল লাইনে শুয়ে পড়ে ওই তরুণী।
মৃত তরুণীর নাম শিউলী রানী (২৫)। তিনি সরকারি বেগম রোকেয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার কিছু আগে রেলগেট এলাকায় একটি ছেলের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে রেললাইনে গিয়ে শুয়ে পড়েন ওই তরুণী। দূর থেকে অনেকেই তাকে বাঁচাতে চিৎকার করলেও ততক্ষণে ট্রেনের নিচে কাটা পড়ে তিন টুকরো হয়ে যায়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ ও পরিবার বলছে, রংপুরের পরশুরাম থানার বিনোদ বালাপাড়া কোঁয়াড় ৪ নম্বর ওয়ার্ডের ক্ষীতিশ চন্দ্র বর্মণের মেয়ে শিউলি রানী। আজ মঙ্গলবার সকালে তাঁর ভাই সুমন চন্দ্রের মোটরসাইকেলে রংপুরে যান তিনি। সন্ধ্যা ৬টার দিকে ওই তরুণী লালবাগ রেলগেটের ৫০ গজ পশ্চিমে রোশনা ছাত্রী নিবাসের সামনে ট্রেনের নিচে কাটা পড়েন। রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
নিহত তরুণীর বড় ভাই সুমন চন্দ্র রায় বলেন, ‘শিউলি অসুস্থ ছিল। তাঁকে ভারতে চিকিৎসা করানোর জন্য সব প্রস্তুতি শেষ করেছি। এরই মধ্যে বোন আমাদের ছেড়ে চলে গেল।’
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন, ‘ওই তরুণীর মরদেহ উদ্ধার করা ফাঁড়িতে আনা হয়েছে।’
রংপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্নাতকোত্তর পড়ুয়া ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নগরীর লালবাগ রেলগেটে এলাকায় পার্বতীপুর থেকে লালমনিরহাট বুড়িমারীগামী ৪৬২ নম্বর ট্রেনের নিচে কাটা পরে ওই শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা বলছে, স্বেচ্ছায় গিয়ে রেল লাইনে শুয়ে পড়ে ওই তরুণী।
মৃত তরুণীর নাম শিউলী রানী (২৫)। তিনি সরকারি বেগম রোকেয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার কিছু আগে রেলগেট এলাকায় একটি ছেলের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে রেললাইনে গিয়ে শুয়ে পড়েন ওই তরুণী। দূর থেকে অনেকেই তাকে বাঁচাতে চিৎকার করলেও ততক্ষণে ট্রেনের নিচে কাটা পড়ে তিন টুকরো হয়ে যায়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ ও পরিবার বলছে, রংপুরের পরশুরাম থানার বিনোদ বালাপাড়া কোঁয়াড় ৪ নম্বর ওয়ার্ডের ক্ষীতিশ চন্দ্র বর্মণের মেয়ে শিউলি রানী। আজ মঙ্গলবার সকালে তাঁর ভাই সুমন চন্দ্রের মোটরসাইকেলে রংপুরে যান তিনি। সন্ধ্যা ৬টার দিকে ওই তরুণী লালবাগ রেলগেটের ৫০ গজ পশ্চিমে রোশনা ছাত্রী নিবাসের সামনে ট্রেনের নিচে কাটা পড়েন। রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
নিহত তরুণীর বড় ভাই সুমন চন্দ্র রায় বলেন, ‘শিউলি অসুস্থ ছিল। তাঁকে ভারতে চিকিৎসা করানোর জন্য সব প্রস্তুতি শেষ করেছি। এরই মধ্যে বোন আমাদের ছেড়ে চলে গেল।’
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন, ‘ওই তরুণীর মরদেহ উদ্ধার করা ফাঁড়িতে আনা হয়েছে।’
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
২৪ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৩১ মিনিট আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৩৪ মিনিট আগে