Ajker Patrika

রাজারহাটে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুড়িগ্রামের রাজারহাটে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের টোংগারকুটি গ্রামে এ ঘটনা ঘটে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের নাম মো. বেলাল হোসেন (৫৮)। তিনি টোংগারকুটি গ্রামের আব্দুল গফুর তেলির ছেলে।

স্থানীয়রা জানান, টোংগারকুটি গ্রামের আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই পরিবার পরস্পর আত্মীয়। কয়েক বছর ধরে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলছে। প্রায়ই বিবাদ হয়। আজ সোমবার সকালে একই জমির দখল নিয়ে উভয় পক্ষের সংঘর্ষ হয়। দুই পরিবারের নারী ও পুরুষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ান। এতে গুরুতর আহত হয়ে বেলাল হোসেন মারা যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রিয়াজুল ইসলাম বলেন, দুই পরিবার আত্মীয়। ২০ শতক জমি নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিবছর জমিটিকে ঘিরে আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ হয়। আজও জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে আব্দুল হাকিমের ভাতিজা বেলাল হোসেন নিহত হন।

প্রাথমিক তদন্তের বরাতে ওসি তছলিম উদ্দিন বলেন, দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান। আজ এক পক্ষ আরেক পক্ষের কাছ থেকে জমির দখল নিতে গিয়ে সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত হয়েছেন।

ওসি আরও বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে নিহতের পরিবারের সদস্যরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে আসামি গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত