Ajker Patrika

রাবিতে যৌন হয়রানি–নিপীড়ন রোধে নতুন ‘অভিযোগ কমিটি’ গঠন

রাবি প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৩৪
রাবিতে যৌন হয়রানি–নিপীড়ন রোধে নতুন ‘অভিযোগ কমিটি’ গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক নতুন ‘অভিযোগ কমিটি’ গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক দিল আরা হোসেন এবং সদস্যসচিব হিসেবে আছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক সৈয়দা আফরীনা মামুন। 

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির বাকি সদস্যরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক এ বি এম হামিদুল হক, অ্যাডভোকেট মো. মাহবুবুল ইসলাম, অ্যাডভোকেট শিফাত জেরিন তুলি, অ্যাডভোকেট সালেহ পারভীন ডলি ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. রুস্তম উদ্দিন আহমেদ। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৩তম সভার ১৭ নম্বর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সাত সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। 

এ বিষয়ে নবনিযুক্ত সভাপতি অধ্যাপক দিল আরা হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সেলে জমাকৃত অভিযোগগুলো তদন্ত করে আমরা দোষীদের আইনগত পদ্ধতিতে শাস্তির সুপারিশ করব। তবে কোনো নির্দোষ ব্যক্তি যেন অসম্মানিত না হয়, সে বিষয়টিও খেয়াল রাখব। কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করে আমরা সুষ্ঠু তদন্ত করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত