Ajker Patrika

নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে অগ্নিকাণ্ড

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১০: ২৩
নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে অগ্নিকাণ্ড

নওগাঁয় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার ডাক্তার মোড় এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের পাশে ট্রাকটি দাঁড়িয়ে ছিল। রাত ৮টার দিকে রাস্তা দিয়ে যাওয়া লোকজন ট্রাকটির সামনের অংশে আগুন জ্বলতে দেখতে পায়। পথচারীদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। ট্রাকটির খুব বেশি ক্ষতি না হলেও চালকের বসার স্থানসহ ভেতরের বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে যায়। 

ট্রাকের মালিক ওয়াজেদ আলী জানান, সারা দিন কোনো ভাড়া না পাওয়ায় সকাল থেকেই তিনি গাড়িটি সড়কের পাশে দাঁড় করিয়ে রেখেছিলেন। রাত ৮টার দিকে লোকজনের চিৎকার শুনে ছুটে এসে দেখেন ট্রাকের সামনে ভেতরে আগুন জ্বলছে। লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলেন। আগুনে চালক-হেলপারের চেয়ারসহ ভেতরে অনেক কিছু পুড়ে গেছে। 

আগুন কীভাবে লেগেছে তা নিশ্চিত না হওয়ায় থানায় কোনো অভিযোগ করবেন না বলেও ট্রাকের মালিক ওয়াজেদ আলী জানান। 

নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, ট্রাকের ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুন লাগার এ ঘটনা ঘটতে পারে। ট্রাকটির খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। শুধু চালকের বসার স্থানে সামান্য পুড়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত