নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শীতের জন্য এবার একটু অপেক্ষাই করতে হচ্ছিল রাজশাহীর মানুষদের। ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ পর্যন্তও তেমন শীত ছিল না। তবে দ্বিতীয় সপ্তাহের শুরুতে দুই দিনের বৃষ্টির পর রোববার থেকে কমতে শুরু করে তাপমাত্রা। আজ বুধবার ভোরে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে।
রাজশাহীতে এখন পুরোপুরি শীতের আবহ। ভোরের প্রকৃতি ঢেকে থাকছে কুয়াশায়। সন্ধ্যার পর বইছে হিমেল হাওয়া। পথে-ঘাটে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চিরচেনা দৃশ্যও চোখে পড়ছে। দেখা যাচ্ছে শীতের কারণে ছিন্নমূল মানুষের কষ্টও।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেও রাজশাহীর তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক ছিল। তবে ৯ ডিসেম্বর ভোরের তাপমাত্রা কমে দাঁড়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এরপর ১০ ডিসেম্বর সর্বনিম্ন ১৫ দশমিক ৪ ও সর্বোচ্চ ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ১১ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা আরেকটু কমে দাঁড়ায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজ (বুধবার) ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হেলেনা লতিফ আজকের পত্রিকাকে বলেন, ‘রাজশাহীতে শীত এবার একটু দেরিতেই শুরু হয়েছে। তবে গত ৯ তারিখ থেকে তাপমাত্রা এখন কমছে। এ মাসেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যেতে পারে।’
শীতের জন্য এবার একটু অপেক্ষাই করতে হচ্ছিল রাজশাহীর মানুষদের। ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ পর্যন্তও তেমন শীত ছিল না। তবে দ্বিতীয় সপ্তাহের শুরুতে দুই দিনের বৃষ্টির পর রোববার থেকে কমতে শুরু করে তাপমাত্রা। আজ বুধবার ভোরে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে।
রাজশাহীতে এখন পুরোপুরি শীতের আবহ। ভোরের প্রকৃতি ঢেকে থাকছে কুয়াশায়। সন্ধ্যার পর বইছে হিমেল হাওয়া। পথে-ঘাটে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চিরচেনা দৃশ্যও চোখে পড়ছে। দেখা যাচ্ছে শীতের কারণে ছিন্নমূল মানুষের কষ্টও।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেও রাজশাহীর তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক ছিল। তবে ৯ ডিসেম্বর ভোরের তাপমাত্রা কমে দাঁড়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এরপর ১০ ডিসেম্বর সর্বনিম্ন ১৫ দশমিক ৪ ও সর্বোচ্চ ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ১১ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা আরেকটু কমে দাঁড়ায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজ (বুধবার) ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হেলেনা লতিফ আজকের পত্রিকাকে বলেন, ‘রাজশাহীতে শীত এবার একটু দেরিতেই শুরু হয়েছে। তবে গত ৯ তারিখ থেকে তাপমাত্রা এখন কমছে। এ মাসেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যেতে পারে।’
খুলনার ফুলতলায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে সুমন মোল্লা (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার জামিরা বাজারসংলগ্ন পিপরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেকুমিল্লা নগরীতে বড় ভাইয়ের মোটরবাইক থেকে ছিটকে পড়া এক যুবক কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছম ব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম।
১৪ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুদকের বিরুদ্ধেও অভিযোগ আসে এবং প্রতিষ্ঠানটিরও বদনাম রয়েছে। এই বদনাম বা দুদকের কোনো কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
১৭ মিনিট আগেবর্তমান সংস্কার নিয়ে যাঁরা নির্বাচন বিলম্ব করছেন। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত করছেন। তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
২০ মিনিট আগে